ভুঁয়া সাংবাদিকদের বিরুদ্ধে অভিযান শুরু
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ রাজধানীতে ভুঁয়া সাংবাদিকদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আর এতে সহায়তা করছে সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)। বৃহস্পতিবার রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত মিরপুর এলাকায় প্রেস স্টিকারযুক্ত মোটর সাইকেল পরীক্ষা করা হয়। উল্লেখিত সময়ে শতাধিক মোটর সাইকেল এর কাগজপত্র পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৩৩টি মোটর সাইকেলের চালকের বিরুদ্ধে মামলা করা হয়। কোনো কাগজপত্র না থাকায় ১৭টি গাড়ি আটক করা হয়। এ সময় প্রেস লেখা চারটি গাড়ি আটক করা হয়েছে। উল্লেখিত অভিযান ডিএমপির ট্রাফিক বিভাগ, মিরপুর বিভাগ, মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ ও ক্র্যাব এর নেতৃবৃন্দের সমন্বয়ে পরিচালিত হয়। ডিএমপির পক্ষে ডিসি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস মো. মাসুদুর রহমান, এডিসি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস মোহাম্মদ সাইদুর রহমান এবং বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের পক্ষে সভাপতি আখতারুজ্জামান লাভলু, সাধারণ সম্পাদক আবু সালেহ আকনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।