পর্তুগালের বিজয়, ঘানার বিদায়
স্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ঘানাকে ২-১ গোলে হারিয়েও ব্রাজিল বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পর্তুগাল।বিদায় ঘানারও।গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল ঘানা ও পর্তুগাল। ম্যাচ শুরু হয়েছিল বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১০ টায়। আসরে টিকে থাকতে হলে এই ম্যাচে বড় ব্যবধানের জয় প্রয়োজন ছিল ঘানা ও পর্তুগালের। কিন্তু শেষ অবধি তা করে দেখাতে পারেনি পর্তুগাল। ম্যাচ জিতলেও গোল ব্যবধানে এগিয়ে থাকার কারণে বৃহস্পতিবার রাতের অপর ম্যাচে জার্মানির কাছে ১-০ গোলে হেরে যাওয়া যুক্তরাষ্ট্রই নক আউট পর্বের ছাড়পত্র পেয়েছে। ‘জি’ গ্রুপের শীর্ষ দল হিসেবে শেষ ১৬-তে পা রেখেছে জার্মানি। আত্মঘাতী গোলে বিরতির আগ পর্যন্ত পিছিয়ে ছিল ঘানা। তবে পর্তুগালের বিপক্ষে বিরতির পর আসামোয়া জিয়ানের গোলে সমতায় ফিরেছিল আফ্রিকান দেশটি। কিন্তু ম্যাচ শেষ হওয়ার ১০ মিনিট আগে রোনালদোর গোলের ওপর ভর শেষ পর্যন্ত ২-১ গোলে ম্যাচ জিতে পর্তুগাল। এবারের বিশ্বকাপে এটি ছিল রোনালদোর একমাত্র গোল। জয়ের মিশনে মাঠে নেমে ম্যাচের ৩১ মিনিটে পর্তুগালকে এগিয়ে নিয়েছিল ‘ভাগ্য’। পর্তুগালের আক্রমণ ঠেকাতে গিয়ে নিজেদের ডি-বক্সে তড়িঘড়ি বল ক্লিয়ার করার চেষ্টা করেছেন ঘানার জন বোয়ে। কিন্তু তাতে করে নিজেদের জালেই বল জড়িয়ে দিয়েছেন তিনি। ঘানার গোলরক্ষক দুদার পক্ষে এই গোল আটকানো সম্ভব হয়ে ওঠেনি। অবশ্য প্রথমার্ধে বেশি কিছু গোলের সুযোগ পেয়েছিল পর্তুগাল। তবে ঘানার গোলরক্ষকের নৈপুণ্যের কাছে হার মানতে হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দলকে। ম্যাচের প্রথমার্ধে গোল করার সুযোগ পেয়েছে ঘানাও। যদিও তা কাজে লাগাতে ব্যর্থ হয়েছে আফ্রিকান দেশটি। ফলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পর্তুগাল। তবে দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ১২ মিনিটেই ঘানাকে ১-১ গোলের সমতায় ফেরান জিয়ান। কিন্তু আফ্রিকানদের হতাশ করে ৮০ মিনিটে জয়সূচক গোলটি করেন রোনালদো। যা পর্তুগালকে সান্ত্বনার জয় উপহার দিয়েছে।