জার্মানির জয় মুলারের গোলে

জার্মানিস্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিশ্বকাপে মুলারের চতুর্থ গোলে আজ জয় পেয়েছে জার্মানি। যদিও প্রথমার্ধে একাধিক গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি জার্মানির মুলাররা। কিন্তু দ্বিতীয়ার্ধে আর থামিয়ে রাখতে পারেনি জার্মানিকে। দ্বিতীয় অর্ধের শুরু থেকেই মুহূর্মুহূ আক্রমণে দিশেহারা হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। আর গোল পেয়েছে সেই মুলারের পা থেকেই। বিশ্বকাপে এটা মুলারের চতুর্থ গোল। এই চার গোল করার তালিকায় রয়েছেন মেসি এবং নেইমার। প্রথমার্ধে গোল না করতে পারলেও আক্রমণে এগিয়ে ছিল জার্মানি। সেখানে চেয়ে চেয়ে শিষ্যদলের এগিয়ে যাওয়া দেখেছেন জার্গেন ক্লিন্সম্যান। কিন্তু দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে এক কর্নার থেকেই এগিয়ে গেছে জার্মানি। গোলটি করেছেন জার্মান গোলমেশন মুলার। এর পরও আরো কয়েকটি গোলের সুযোগ পেয়েছিল জার্মানি। আর ইনজুরি টাইমে গোল পরিধোশের সুর্বণ সুযোগ মিস করেছে যুক্তরাষ্ট্র। সহাকারী জোয়াকিল লোই এখন জার্মানির প্রধান কোচ। আর ক্লিন্সম্যান দায়িত্ব পালন করছেন যুক্তরাষ্ট্রের। হেয়তো সাবে এই গুরু-শিষ্যের বিষয়টি বিশ্বকাপে সেই অর্থে আলোচনায় আসত না। যদি তারা একই গ্রুপে না পড়তেন। তাও পরের রাউন্ডের যাওয়ার নীতি-নির্ধারনী ম্যাচে এখন হয়েছেন মুখোমুখি। বিশ্ব ফুটবল আসরে আধিপত্যের বিচারে ব্রাজিলের পরেই জার্মানি! এই মুহূর্তে বিশ্ব র্যা ঙ্কিংয়ে তিন নম্বরে রয়েছে জার্মানি। ইউরোপীয়ন চ্যাম্পিয়নশিপ তো বটেই, ১৯৫৪, ’৭৪ ও ’৯০-এ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে জার্মানি। বিশ্বকাপে রানার্স আপ হয়েছে চার বার। বিশ্বকাপে ৯৯টি ম্যাচ ও ২২২টি গোল করে শীর্ষে রয়েছে জার্মানি। ২০১৪ সালে যোগ্যতা নির্ণায়ক পর্বে ১০টি ম্যাচের মধ্যে ৯টি খেলায় জিতে গ্রুপ শীর্ষে জায়গা করে নিয়েছে জার্মানি। আর আসরে জার্মানি প্রথম থেকেই ভাল ছন্দে রয়েছে। বৃহস্পতিবারও তাদের ফেভারিট ভাবা হচ্ছিল। সন্ধির কথা-বার্তা বাকোয়াজ মনে হয়েছে শেষ পর্যন্ত। বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচের চূড়ান্ত পর্যায়ে হন্ডুরাসকে হারানো পরেই ঘুরে দাঁড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ক্লিন্সম্যানের অধীনে হতাশাজনক পারফরম্যান্স দিয়ে শুরু করলেও গ্রপ পর্যায়ের দশটি ম্যাচের মধ্যে সাতটিতেই জিতে কনকাকাফ জোন থেকে ব্রাজিলের টিকিট চূড়ান্ত করে নিয়েছে তারা। ১৯৩০ বিশ্বকাপে প্যারাগুয়ে ও বেলজিয়ামকে ৩-০ গোলে হারিয়ে তৃতীয় স্থান দখল করলেও পরের আসরগুলোকে খুব ভাল করতে পারেনি মার্কিন যুক্তরাষ্ট্র। জার্গেন ক্লিন্সম্যান নিজ দেশ জার্মানির বিপক্ষে ভাল খেলে পরের নিশ্চিত করতে বদ্ধপরিকর ছিলেন। কিন্তু তার শিষ্যরা তা করে দেখাতে পারেননি।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ