শিক্ষা ও প্রযুক্তি খাতে সবচেয়ে বেশি বরাদ্দ
বরাবরের মতো এবারের বাজেটে শিক্ষা ও প্রযুক্তিখাতে বরাদ্দ বেশি রাখা হয়েছে। এখাতে বরাদ্দের প্রস্তাব করা হয়েছে ২৫ হাজার ১১৪ কোটি ৬০ লাখ টাকা।এ ছাড়া প্রাথমিক ও গণশিক্ষায় ১১ হাজার ৯৩৫ কোটি ৩৭ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে সংসদে জাতীয় বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এ তথ্য জানান।
সাড়ে পাঁচ হাজার মাধ্যমিক, এক হাজারের বেশি মাদ্রাসা এবং দেড় হাজার কলেজের অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা প্রণয়নের কথা জানিয়ে অর্থমন্ত্রী।
বাজেটে দুই হাজার ৭১৯টি মাধ্যমিক বিদ্যালয় এবং ১২৫টি মাদ্রাসার নতুন ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে।
অর্থমন্ত্রী আরো জানান,২৬ হাজার প্রাথমিক শিক্ষা সরকারি করণ করা হয়েছে।
এছাড়াও মন্ত্রী জানান, ২০ হাজার ৫০০ শিক্ষাপ্রতিষ্ঠানে ইন্টারনেট সংযোগসহ একটি করে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া সরবরাহ করা হবে।