হোয়াটসঅ্যাপ বন্ধের হুমকি দিল সৌদি আরব !

whatsapp logoতথ্যপ্রযুক্তি ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ মোবাইল ফোন থেকে তাত্ক্ষণিক বার্তা আদান-প্রদানের জনপ্রিয় সেবা (মেসেঞ্জার) হোয়াটসঅ্যাপ বন্ধের হুমকি দিয়েছে সৌদি আরব সরকার। নিয়ন্ত্রণবিধি না মেনে কার্যক্রম চালিয়ে যাওয়ায় এ সপ্তাহের মধ্যেই দেশটিতে বন্ধ হয়ে যেতে পারে হোয়াটসঅ্যাপ। এ ছাড়া একই অভিযোগে সৌদি আরবে হোয়াটসঅ্যাপের প্রধান প্রতিদ্বন্দ্বী ভাইবারও বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
কর্তৃপক্ষ এবং সৌদি আরবের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কমিশনের মধ্যে আলাপ-আলোচনা ব্যর্থ হয়েছে বলেই জানিয়েছেন কমিশনের পরিচালক আবদুল্লাহ আল-ডারাব। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘হোয়াটসঅ্যাপ এবং এ ধরনের যোগাযোগ মাধ্যমগুলোর কর্তাব্যক্তিদের সঙ্গে আমরা আলোচনা করেছি। সৌদি টেলিকম প্রোভাইডারকে সহযোগিতা করতে বলা হয়েছে তাঁদের, কিন্তু আলোচনা ফলপ্রসূ হয়নি। নিয়ন্ত্রণ বিধি না মানলে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে দ্য গার্ডিয়ান ডট কম।
ছাড়া স্কাইপ এবং ট্যাঙ্গোর মতো জনপ্রিয় ভিওআইপি ও মেসেজিং অ্যাপসের বিরুদ্ধেও নিয়ন্ত্রণবিধি না মানার অভিযোগ তুলেছে সৌদি আরবের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কমিশন।
বিশ্বব্যাপী দারুণ জনপ্রিয় হোয়াটসঅ্যাপ, ভাইবার, স্কাইপ এবং ট্যাঙ্গো ব্যবহারকারীর সংখ্যা যথাক্রমে ২৫০, ২০০, ২৮০ ও ১২০ মিলিয়ন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ