পাঁচ বছরে প্রবাসে ১৫ হাজার বাংলাদেশীর মৃত্যু

Khondokar mosharof hossainরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ শ্রম ও প্রবাসী কল্যাণমন্ত্রী বলছেন, গত পাঁচ বছরে বিদেশে কর্মরত অবস্থায় মারা যাওয়া প্রায় ১৫ হাজার অভিবাসী শ্রমিকের মৃতদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে। রোববার সংসদে প্রশ্নোত্তরের সময় এই পরিসংখ্যান দিয়ে মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, তাদের মৃতদেহ ফিরিয়ে আনার ক্ষেত্রে সরকারি আর্থিক সহায়তা দেয়া হয়, তবে কর্মস্থল থেকে ক্ষতিপূরণের অর্থ পেতে অনেক সময়ই বিলম্ব হয় এবং কখনো কখনো তা মামলা-মোকদ্দমাতেও গড়ায়। অভিবাসী ব্যক্তিদের মৃতদেহ ফিরিয়ে আনার সময় এর কারণ হিসেবে সাধারণত ‘স্বাভাবিক মৃত্যু’ বা ‘হার্ট অ্যাটাক’-এর উল্লেখ করা হয়। কিন্তু অভিবাসী শ্রমিকদের নিয়ে কাজ করে এমন একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সাকীউল মিল্লাত মোরশেদ বলেন, সুস্বাস্থ্যের অধিকারী যে যুবকরা কাজ নিয়ে বিদেশে যায় – অনেক ক্ষেত্রেই অভিবাসী অবস্থায় কেন কী পরিস্থিতিতে তার মৃত্যু হলো – এটা সঠিকভাবে জানা যায় না। তিনি বলেন, এই লোকেরা কর্মস্থলে অস্বাস্থ্যকর বা অনিরাপদ পরিবেশে কাজ করতো কিনা – বা এ কারণেই তার মৃত্যু হয়েছে কিনা – এ নিয়ে তাই সন্দেহ বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন দেশে এখন প্রায় ৯০ লাখ বাংলাদেশী বৈধ শ্রমিক হিসেবে কাজ করছে। এদের মধ্যে অধিকাংশের গন্তব্যই মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশ, বিশেষত সৌদি আরব। এদের অধিকাংশই নির্মাণশ্রমিক বা কলকারখানা ও কৃষিক্ষেত্রে নানা ধরণের কাজ করেন। এর বাইরে অবৈধ বাংলাদেশী শ্রমিকও রয়েছে বিভিন্ন দেশে, তবে তার সঠিক সংখ্যা নিশ্চিত নয়।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ