ট্রেডিং ইন্টারন্যাশনালের মালিক রিমান্ডে
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকা : ডেসটিনির মুদ্রাপাচারের মামলায় গ্রেফতার দেখিয়ে ট্রেডিং ইন্টারন্যাশনালের মালিক মো. শফিউল ইসলামকে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। ঢাকার মহানগর হাকিম আতিকুর রহমান সোমবার এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মোজাহার আলী সরদার আসামিকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, আসামি বেস্ট এভিয়েশন লিমিটেডের মাধ্যমে ৪১ কোটি টাকা বিদেশে পাচার করেছেন।
এ ঘটনার সঙ্গে আর কারা কারা জড়িত তাদের খুঁজে বের করতে আসামিকে রিমান্ডে নেওয়া জরুরি। শুনানি শেষে বিচারক আসামিকে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দেন।
আসামিকে দুদকের দায়ের করা কলাবাগান থানার মামলা নম্বর-৩৩ এ গ্রেফতার দেখানো হয়। এ মামলায় সর্বমোট ডেসটিনির এমএলএম অ্যাকাউন্ট থেকে ১ হাজার ৯৩৫ কোটি টাকা সরানোর অভিযোগ আনা হয় আসামিদের বিরুদ্ধে।
এ মামলায় ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন, ডেসটিনির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন এবং ডেসটিনির পরিচালক কর্নেল (অব.) দিদারুল আলম বর্তমানে কারাগারে রয়েছেন।