সাংবাদিকদের নিয়ে শামীম ওসমানের মন্তব্যের প্রতিবাদ ডিআরইউ’র
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ দেশের গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের নিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য শামীম ওসমানের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে সাংবাদিকদের শীর্ষ সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। সংগঠনটির পক্ষ থেকে মঙ্গলবার প্রেরিত এক প্রতিবাদ পত্রে বলা হয়, গণমাধ্যম ও সাংবাদিকদের সম্পর্কে সাংসদ শামীম ওসমানের মন্তব্য সম্পূর্ন কুরুচিপূর্ণ। ঢাকা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে অবিলম্বে তার বক্তব্য প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।
সংগঠনের সভাপতি শাহেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক ইলিয়াস খানসহ কার্যনির্বাহী কমিটির সকল কর্মকর্তা এবং সদস্যদের প্রেরিত এই যৌথ বিবৃতিতে আরো বলেন, গণমাধ্যম ও সাংবাদিকতা পেশাকে জড়িয়ে শামীম ওসমানের বক্তব্য অসত্য, মানহানিকর ও চরম বিদ্বেষমূলক। একজন সংসদ সদস্যের এ ধরনের বক্তব্য ও অশ্লীল গালিগালাজ অত্যন্ত দু:খজনক। তার আচরণ ও উচ্চরণে শুধু নিজেকেই নয়, সংসদের মর্যাদাও ক্ষুণ্ণ করেছেন।