দাম কমছে সবজির

sobji রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকা,  রাজধানীর বাজারগুলোতে সবজির দাম কিছুটা কমেছে। বুধবার বেগুন, মরিচ, গাজর, শসাসহ বেশিরভাগ সবজির দাম কমে। বুধবার রাজধানীর মানিকনগর কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, বেগুন কেজিতে ৩০ টাকা করে কমে ৮০-৯০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া কাচামরিচ কেজিতে ৩০ টাকা কমে ৬০-৭০ টাকা, ঝিঙ্গা ২০ টাকা কমে ৫০ টাকা এবং শসা ১০ টাকা কমে ৪০-৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে হাসের ডিমের হালি ৪ টাকা বেড়ে ৩৬ টাকায় বিক্রি হচ্ছে।

আজকের বাজার দর সবজি প্রতি কেজি বেগুন ৮০-৯০ টাকা , চিচিঙ্গা ৫০ টাকা, ঝিঙ্গা ৫০ টাকা, সাদা আলু ২৫ টাকা, দেশি আলু ৩০ টাকা, কাঁকরোল ৪০ টাকা, বরবটি ৫০ টাকা, পেঁপে ২৫-৩০ টাকা, গাজর ৫০ টাকা, করলা ৭০ টাকা, ধুন্দল ৫০ টাকা, টমেটো ৮০ টাকা, ঢেঁড়স ৫০ টাকা, কাঁচা মরিচ ৬০-৭০, শুকনা মরিচ ১৭০-১৮০ টাকা, কচুর মুখী ৫০, কচুর লতি ৪০ টাকা, পটল ৪০ টাকা, শশা ৪০-৫০ টাকা, প্রতি হালি লেবু ২০-২৫ টাকা ও কাঁচাকলা হালি ২৫-৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া লাউ ৪০-৪৫ টাকা, মিষ্টি কুমড়া ৩৫-৪০ টাকা, জালি কুমড়া ৩০-৩৫ টাকা, সবুজ শাক আটি ১০ টাকা, পাটশাক ৫ টাকা, মুলা শাক ১০ টাকা, লাউ শাক ১৫-২০ টাকা, লাল শাক ৫-৭ টাকা, শাপলা ১৫ টাকা, পালং শাক ১২-১৫ টাকা, পুঁইশাক ১৫-২০ টাকা, ডাটা ১৫-২০ টাকা, কলমি শাক ৫ টাকা ও ধনে পাতা (১০০ গ্রাম) ৩০-৩৫ টাকায় বিক্রি হচ্ছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ