গুপ্তচরবৃত্তি নিয়ে ভারত-যুক্তরাষ্ট্র বিরোধ
রিপোর্টার, এ বি সি নিউজ বিডি, ঢাকা, ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টিও (বিজেপি) যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) গুপ্তচরবৃত্তির তালিকায় ছিল- এমন খবরে দু’দেশের মধ্যে বিরোধ দেখা দিয়েছে।
প্রতিবাদ জানাতে শীর্ষ এক মার্কিন কুটনীতিককে মন্ত্রণালয়ে তলব করেছে ভারত। ওদিকে, ভারতের এ পদক্ষেপে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রণালয়ের বাইরে অনুষ্ঠেয় একটি সংবাদ সম্মেলন বাতিল করেছেন মার্কিন সিনেটর জন ম্যাককেইন।
দু’দেশের এ বিরোধে বুধবার ম্যাককেইনের ভারত সফরে কালো ছায়া পড়েছে। ভারতের কর্মকর্তারা বলছেন, গুপ্তচরবৃত্তির অভিযোগ কোনোভাবেই মেনে নেয়া যায় না। তারা ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটার ব্যাপারে যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিশ্চয়তা চাইছেন।
এনএসএ ২০১০ সালে গুপ্তচরবৃত্তির তালিকায় বেশ কয়েকটি বিদেশি রাজনৈতিক দলের মধ্যে বিজেপি’কেও রেখেছিল বলে সোমবার নতুন তথ্য প্রকাশ করেন সাবেক সিআইএ কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন। ‘দ্য ওয়াশিংটন পোস্ট’ বিষয়টি নিয়ে খবর ছাপে।