কায়সারের বিরুদ্ধে আইও’র জবানবন্দি সোমবার পর্যন্ত মুলতবি
রিপোর্টার, এ বি সি নিউজ বিডি, ঢাকা, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের ৩২তম সাক্ষী ও মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) মনোয়ারা বেগমের সাক্ষ্যগ্রহণ আগামী ৭ জুলাই সোমবার পর্যন্ত মুলতবি করেছেন ট্রাইব্যুনাল। বুধবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন। এর আগে সকালে রাষ্ট্রপক্ষের সর্বশেষ সাক্ষী ও মামলার তদন্ত কর্মকর্তা মনোয়ারা বেগমের জবানবন্দি পেশ শুরু করেন। পরে তার শারীরিক অসুস্থতার কারণে রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ৭ জুলাই পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি করেন ট্রাইব্যুনাল। জবানবন্দিতে সাক্ষীকে সহায়তা করেন প্রসিকিউটর রানাদাস গুপ্ত। এ সময় ট্রাইব্যুনালে কায়সারের আইনজীবী আব্দুস সুবহান তরফদার ও সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন। তারআগে এই মামলায় রাষ্ট্রপক্ষের ৩১ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। তাদেরকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবিরা। চলতি বছরের ২ ফেব্রুয়ারি সৈয়দ কায়সারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠন করা হয়।