জুনে ডিএসইতে বৈদেশিক লেনদেন বেড়েছে প্রায় ২৫ কোটি

dhaka-300x179 রিপোর্টার, এ বি সি নিউজ বিডি, ঢাকা,  দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) জুন মাসে বৈদেশিক লেনদেন ও বিনিয়োগের পরিমান বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, জুন মাসে ডিএসইতে বিদেশি বিনিয়োগকারীরা মোট ৬০২ কোটি ৩৮ লাখ ৬০ হাজার ২২৭ টাকার শেয়ার লেনদেন করেছে। এর আগের মাসে অর্থাৎ মে মাসে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেনের পরিমান ছিলো ৫৭৭ কোটি ৪৯ লাখ ১৯ হাজার ৯৪৬ টাকা। এক মাসের ব্যবধানে জুন মাসে্ বৈদেশিক লেনদেন বেড়েছে ২৪ কোটি ৮৯ লাখ ৪০ হাজার ২৮১ টাকা। জুন মাসে বিদেশি বিনিয়োগকারীরা শেয়ার ক্রয় করেছেন ৪৮২ কোটি ৫১ লাখ ৫ হাজার ৪৫৯ টাকার। আর বিক্রি করেছেন ১১৯ কোটি ৮৭ লাখ ৫৪ হাজার ৭৬৯ টাকার শেয়ার। অর্থাৎ জুন মাস শেষে বৈদেশিক বিনিয়োগকারীদের মোট স্থিতি ৩৬২ কোটি ৬৩ লাখ ৫০ হাজার ৬৯০ টাকা। মে মাসে বিদেশি বিনিয়োগকারীরা মোট শেয়ার ক্রয় করেছিলেন ৩৫৩ কোটি ৬ লাখ ৩৭ হাজার ৩৩৪ টাকার। আর বিক্রি করেছেন ২২৪ কোটি ৪২ লাখ ৮২ হাজার ৬১২ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। মে মাসে বৈদেশিক বিনিয়োগকারীদের মোট স্থিতি ছিল ১২৮ কোটি ৬৩ লাখ ৫৪ হাজার ৭২১ টাকা।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ