আত্মহত্যার চেষ্টা আগেও করেছিলেন জিয়া
বিনোদন ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বারবার সম্পর্ক ভেঙে যাওয়া, তিন বছর ধরে হাতে কাজ না থাকা, দীর্ঘ অবসাদে ভুগতে ভুগতে সোমবার রাতে শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নেন জিয়া খান। তবে এর আগেও নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছিলেন জিয়া।
পুলিশ সূত্রে জানা গেছে, আট মাসে আগে একবার মদ্যপ অবস্থায় হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করেছিলেন জিয়া। সে সময় তার শোয়ার ঘর থেকে আয়ুর্বেদিক ঘুমের ওষুধও উদ্ধার করেছে পুলিশ।
মনে করা হচ্ছে বয়ফ্রেন্ড সূরজের সঙ্গে সম্পর্কে চিড় ধরাই জিয়ার মৃত্যুর অন্যতম কারণ। জিয়ার মা রাবিয়া খানও পুলিশকে সেই কথাই জানিয়েছেন। যদিও সূরজের বিরুদ্ধে কোনও অভিযোগ করেননি রাবিয়া। অন্যদিকে সুরজ জানিয়েছেন দীর্ঘদিন বলিউডে কাজ না পাওয়ায় ধীরে ধীরে গভীর অবসাদে ডুবে যাচ্ছিলেন জিয়া।
জিয়ার ময়নাতদন্তের পর চিকিৎসকরা জানিয়েছেন গলায় ওড়নার ফাঁস দেওয়ার ফলে শ্বাসরুদ্ধ হয়েই জিয়ার মৃত্যু হয়েছে। তাছাড়া তার শরীরে আর কোনওরকম ক্ষতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তিনি মদ্যপ অবস্থায় ছিলেন কি না সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
জে জে হাসপাতালের চিকিৎসক ড. লাহানের বক্তব্য অনুযায়ী রাত ১০টা থেকে ১২টার মধ্যে জিয়ার মৃত্যু হয়েছে। তার পোস্টমর্টেমের ভিডিও রেকর্ডিংও করা হয়েছে। মৃত্যুর আগে সূরজের সঙ্গে শেষ কথা বলেছিলেন জিয়া। সূরজের বয়ানও রেকর্ড করেছে পুলিশ। এছাড়াও জিয়ার ল্যাপটপ, মোবাইলের কল রেকর্ডস ও মেসেজ, ই-মেল ও সোশ্যাল নেটওয়ার্কিং সাইট খতিয়ে দেখছে পুলিশ।
সোমবার রাতে সূরজের বাবা আদিত্য পাঞ্চোলি ও অঞ্জু মহেন্দ্রর সঙ্গে ডিনারে গিয়েছিলেন জিয়ার মা। বাড়ি ফিরে মেয়েকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন রাবিয়া।