ব্যাংকিং খাতে অবাধ লুটপাট চলছে: কাজী ফিরোজ
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিরোধী দলীয় সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ বলেছেন, ব্যাংকিং খাতে অবাধ লুটপাট চলছে। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক তদারকি করতে ব্যর্থ হয়েছে। ব্যাংকের অর্থ লুটপাটের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করারও দাবি জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার জাতীয় সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে তিনি এ দাবি জানান। পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে কাজী ফিরোজ রশীদ বলেন, ব্যাংকগুলো এখন সিএসআরের নামে লুটপাটের নতুন আয়োজন করেছে। এক্ষেত্রে পরিচালকদের প্রভাব এতোটাই বেশী যা নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। যে কার জনগনের অর্থ অবাধ লুটপাট চলছে। বেসিক ব্যাংকে তিন হাজার কোটি টাকা লুটপাটের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এক্ষেত্রেও বাংলাদেশ ব্যাংক লাগাম টেনে ধরতে ব্যর্থ হয়েছে। বাংলাদেশ ব্যাংক চিঠি দিয়ে এই ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙ্গে দেওয়ার নির্দেশ দিলেও এখনো সেই নির্দেশ কার্যকর হয়নি। এরআগে সোনালী ব্যাংকের হলমার্ক কেলেংকারীর সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিত করা যায়নি। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের ব্যর্থতাগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হয়নি। কেন্দ্রীয় ব্যাংকের ব্যর্থতার কারণে বিদেশে টাকা পাচার হয়ে যাচ্ছে দাবি করে তিনি বলেন, সুইস ব্যাংকের কাছে তালিকা চাওয়া হয়েছে। কিন্তু তারা সেই তালিকা দিতে বাধ্য নয়। এটা তাদের গোপনীয় বিষয়। তাই যারা সেখানে টাকা রেখেছেন তাদের তালিকা কেন্দ্রীয় ব্যাংক পাওয়ার কোন সম্ভাবনা নেই। তাই অর্থ যাতে পাচার না হয় সেবিষয়ে বেশী গুরুত্ব দেয়া প্রয়োজন। তিনি বলেন, অর্থ যখন পাচার হয়, তখন খেয়াল থাকে না। পরে তালিকা চায় কেন্দ্রীয় ব্যাংক। এভাবে চলতে পারে না। তিনি আরো বলেন, এভাবে চলতে থাকলে গ্রাহকরা আস্থা হারিয়ে ফেলবে। তাদের কষ্ঠার্জিত অর্থ ব্যাংকে না রেখে বাইরে লগ্নি করবে। তিনি বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের নিকট দাবি জানান এবং এবিষয়ে বাংলাদেশ ব্যাংকের দূর্বলতাগুলো চিহ্নিত করে তা কাটিয়ে উঠতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া আহ্বান জানান।