অপহরণে সময় বাঁধা দেওয়ায় দারোয়ান খুন

kh00nরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ রাজধানীর উত্তরায় ফাতেমা নামের এক কলেজ ছাত্রীকে অপহরণের সময় বাঁধা দিতে গিয়ে এক দারোয়ান খুন হয়েছেন। নিহত দারোয়ানের নাম লিটন (২৫)। সে উত্তরার ৪ নম্বর সেক্টরের ৩ রোডে দৈনিক নয়া দিগন্তের বার্তা সম্পাদক তৌহিদুর রহমানের বাসার দারোয়ান হিসেবে কর্মরত ছিলেন। তৌহিদুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে একদল সন্ত্রাসী ওই এলাকা থেকে ফাতেমা নামের এক কলেজ ছাত্রীকে অপহরণের চেষ্টা করে। এসময় বাঁধা দিতে গেলে গাড়ীর ভিতর থেকে লিটনকে গুলি করে তারা। গুলিবিদ্ধ লিটনকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে রাত ১টার দিকে সেখানে তার মৃত্যু হয়। ঘটনার পর পরই পুলিশ, ডিবি ও র‌্যাবের ঊর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানান, অপহৃত ফাতেমা, তার হবু স্বামী ও মা উত্তরার হেল্প এশিয়া ফুড থেকে পায়ে হেঁটে তাদের উত্তরার বাসায় যাচ্ছিল। এমন সময় উত্তরা ৪ নং সেক্টরের পাশে ওত পেতে থাকা অপহরণকারীরা ফাতেমাকে অপহরণের চেষ্টাকালে বাধা দিলে লিটন নামের নৈশ প্রহরী গুলিবিদ্ধ হয় এবং মাহফুজ নামের অপর একজন চাপাতির কোপে আহত হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত লিটন উত্তরা ৪ নং সেক্টরের ৩ নং রোডের ৯ নম্বর বাসার নৈশ প্রহরী, অপহৃত কলেজছাত্রী ফাতেমা গাজীপুরের কড্ডা এলাকার সাইফুল ইসলাম মোল্লার মেয়ে। এবং আহত মাহফুজুল হক উত্তরা ৫ নং সেক্টরের ৪/এ নং রোডের ১৯ নম্বর বাড়ির ফজলুল হকের ছেলে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ