বেসিক ব্যাংক চেয়ারম্যানের পদত্যাগ

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃbasic-bank ঋণ অনিয়মের অভিযোগের মধ্যে পদত্যাগ করেছেন সরকারি মালিকানাধীন বিশেষায়িত ব্যাংক বেসিক ব্যাংকের চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চু।

শুক্রবার বিকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মিন্টু রোডের বাসায় গিয়ে মন্ত্রীর হাতে তিনি পদত্যাগপত্র দিয়ে আসেন। 

শনিবার দুপুরে মুহিত বলেন, “এখন দ্রুত এই ব্যাংকটির পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হবে।”

 

প্রায় চার হাজার কোটি টাকা ঋণ অনিয়মের অভিযোগ উঠেছিল বেসিক ব্যাংকের চেয়ারম্যান বাচ্চুর বিরুদ্ধে।

 

বাংলাদেশ ব্যাংকের তদন্তে এই অনিয়মের অভিযোগ প্রমানিত হওয়ার পর গত ২৯ মে ব্যাংকটির পরিচালনা পর্ষদ ভেঙ্গে দিতে অর্থমন্ত্রীর কাছে সুপারিশ করেছিল কেন্দ্রীয় ব্যাংক।

 

এর আগে ২৬ মে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক কাজী ফখরুল ইসলামকে অপসারণ করা হয়।

 

বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হবে বলে অর্থমন্ত্রী বার বার সাংবাদিকদের জানিয়েছিলেন।

 

অর্থমন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, রোববার অর্থমন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে শেখ আব্দুল হাই বাচ্চুর পদত্যাগ এবং পরিচালনা পর্ষদ পুনর্গঠন সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হবে।

 

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ