সালিশে অপমান সইতে না পেরে আত্মহত্যা
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় সালিশ বৈঠকে ‘অপমান’ করায়এ কগৃহবধূর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার রাতে উপজেলার হরগজ গ্রামে এ ঘটনার পর দুই সালিশকারীকে গ্রেপ্তার করে পুলিশ।
নিহত সালমা বেগম (২৮) ওই গ্রামের বাশু মিয়ার স্ত্রী।
গৃহবধূর স্বামী বাশু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার সকালে গরুকে খাওয়ানোর জন্য সালমা বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেত থেকে ভুট্টার পাতা আনে। অনুমতি না নিয়ে পাতা আনায় ক্ষেতের মালিক নোয়াজ আলী সালিশ ডাকেন। তিনি আরো বলেন, শুক্রবার বিকেলে ওই সালিশ বৈঠকে স্থানীয় ইউপি সদস্য মহর আলী, আখের আলী ও হালিম মিয়াসহ আরো কয়েকজন গ্রাম্যমাতব্বর উপস্থিত ছিলেন।
“সালিশে সালমাকে গালিগালাজ ও দুই হাজার টাকা জরিমানা করা হয়। সালিশের এই অপমান সহ্য করতে না পেরে রাত ৮টার দিকে বিষপানে আত্মহত্যা করে সালমা।”
সাটুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেন বলেন, খবর পেয়ে শুক্রবার রাত ১২ টার দিকে বাড়ি থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, এ ঘটনায় নিহতের স্বামী বাশু মিয়া বাদী হয়ে ছয় সালিশকারীর বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচনার একটি মামলা করেছেন।
ওই মামলায় সালিশকারী আখের আলী ও হালিম মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।