চট্টগ্রাম ইপিজেডে পোশাক কারখানায় ভাংচুর

CEPZ রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ইনক্রিমেন্ট ও গ্রীষ্মকালীন ভাতা পরিশোধের দাবিতে চট্টগ্রাম ইপিজেডে একটি বিদেশি মালিকানাধীন পোশাক কারখানায় ভাংচুর করেছে শ্রমিকরা।

রোববার সকালে ইপিজেডের সাত নম্বর সেক্টরে হংকংয়ের মালিকানাধীন ‘ডেনিম জিন্স লিমিটেডে’ এ ঘটনা ঘটে।

শিল্প পুলিশের পরিদর্শক  (গোয়েন্দা)  আরিফুর রহমান জানান, সকালে বিক্ষোভের এক পর্যায়ে উচ্ছৃঙ্খল কিছু শ্রমিক কারখানায় ভাংচুর চালায়।

“পরে পুলিশ গিয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।”

শ্রমিকদের অভিযোগ, মোট বেতনের ১০ শতাংশ ইনক্রিমেন্ট দেয়ার কথা থাকলেও প্রতিষ্ঠানে মূল বেতনের ১০ শতাংশ দেয়া হয়েছে। এছাড়া গ্রীষ্মকালীন ভাতাও দেয়া হচ্ছে না।

সমস্যা সমাধানে শ্রমিকদের সঙ্গে কারখানা কর্তৃপক্ষের আলোচনা চলছে বলে জানান পরিদর্শক আরিফুর।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ