ইরাকের কুর্দিরা স্বাধীন রাষ্ট্র চায়
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ইরাক সঙ্কটের মুহূর্তে বিচ্ছিন্ন হওয়ার পথে এক ধাপ এগোনোর সিদ্ধান্ত নিয়েছে কুর্দি সম্প্রদায়। উত্তরের কুর্দিপ্রধান এলাকা ইরাক থেকে বিচ্ছিন্ন হয়ে নয়া রাষ্ট্র গঠন করবে কি না তা নিয়ে গণভোটেও প্রস্তুতি নিচ্ছে তারা। রোববার ভারতের একটি বার্তাসংস্থা এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত দু’দশক ধরে স্বায়ত্তশাসন ভোগ করছে কুর্দিরা। ইরাক থেকে বিচ্ছিন্ন হয়ে কুর্দিস্তান রাষ্ট্র গঠনের দাবি তাদের দীর্ঘদিনের। তুরস্কের কুর্দিরাও এই রাষ্ট্রে যোগ দিতে আগ্রহী। কুর্দিস্তান আঞ্চলিক সরকারের প্রেসিডেন্ট মাসুদ বারজানি জানিয়েছেন, খুব শিগগিরই এ বিষয়ে একটি গণভোটের আয়োজন করতে চলেছে তারা। উদ্দেশ্য একটাই। নিজেদের স্বাধীন কুর্দ রাষ্ট্র গঠন। বিগত দু’দশক ধরেই স্বায়ত্তশাসনে অভ্যস্ত কুর্দরা। খনিজ তেল তো বটেই, উত্তর ইরাকের পাহাড় ঘেরা কুর্দিস্তান বিখ্যাত তার গম উৎপাদনের জন্যও। স্বায়ত্তশাসনে থাকাকালীনই নিজেদের তেল উৎপাদন শিল্প গড়ে তুলেছে তারা। রয়েছে নিজেদের সেনাও। সারা দেশ যখন আইএসআইএলের দখলে চলে যাচ্ছে, তখন কুর্দি এলাকা রক্ষায় তৎপর সুশিক্ষিত ওই সম্প্রদায়। তেলসমৃদ্ধ কিরকুক-সহ কয়েকটি এলাকায় আইএসআইএলের সঙ্গে সংঘর্ষও হয়েছে তাদের। বারজানি স্পষ্ট জানিয়েছেন, কিরকুক বাদ দিয়ে তাদের স্বাধীন রাষ্ট্র তৈরির স্বপ্ন কোনও দিনই বাস্তবায়িত হতে পারে না। তবে বারজানি যা-ই দাবি করুন, গণভোট হলেও তার ফলাফল বাগদাদ সরকার মানবে কি না, সে প্রশ্নও ইতিমধ্যেই ওঠতে শুরু করেছে। যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে, তারা কুর্দদের আলাদা রাষ্ট্র গঠনের দাবিকে একেবারেই সমর্থন করে না। উল্টে মার্কিন বিদেশ দফতর একটি বিবৃতিতে জানিয়েছে, ইরাকের এই দুর্দিনে বিচ্ছিন্নতার কথা না বলে কুর্দদের বাকি দেশের সঙ্গে কাধে কাধ মিলিয়ে লড়াই করা উচিত।