চিকিৎসকদের কর্মবিরতি: খুলনায় রোগীদের দুর্ভোগ চরমে

khulna_map রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ খুলনা নগরীর বেসরকারি ক্লিনিক ও হাসপাতালের চিকিৎসকদের টানা ৪৮ ঘণ্টার কর্মবিরতির দ্বিতীয় দিনে রোগীদের দুর্ভোগ চরমে উঠেছে।

আন্দোলনের প্রথম দিনের মতো রোববার দ্বিতীয় দিনেও নগরীর সব বেসরকারি ক্লিনিক, হাসপাতাল ও প্যাথলজি সেন্টার বন্ধ রয়েছে।

পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকরা তাদের ব্যক্তিগত চেম্বার বন্ধ রাখায় অসহায় পড়েছেন রোগীরা। চিকিৎসকদের চেম্বার থেকে অনেক রোগীকে ফিরে যেতে দেখা গেছে।

খুলনার দাকোপ উপজেলা থেকে আসা রোগী অনোয়ার হোসেন জানান, হৃদরোগ ও ডায়াবেটিস রোগ নিয়ে তিনি খুলনায় এসে চিকিৎসা পাননি।

বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে খুলনা বিশ্ববিদ্যালয় ছাত্রদের ভাঙচুর, লুটপাট ও জরুরি বিভাগে এক চিকিৎসককে উঠিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ তুলে শনিবার এ কর্মবিরতি শুরু হয়।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ), বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্রাকটিশনার্স অ্যাসোসিয়েশন (বিপিএমপিএ), বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের (বিপিসিডিওএ) ডাকে এ কর্মবিরতি পালিত হচ্ছে।

রোববারের মধ্যে চিকিৎসকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে প্রাইভেট ক্লিনিক ও হাসপাতালের পাশাপাশি সব সরকারি হাসপাতালেও চিকিৎসা সেবা বন্ধ করে দেয়া হবে বলে হুমকি দিয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সহসভাপতি শেখ বাহারুল আলম।

গত বুধবার রাতে সড়ক দুর্ঘটনায় আহত খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র অমিত রায়কে গাজী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা নেয়ার পথে মারা যান।

অমিত রায় চিকিৎসকদের অবহেলায় মারা গেছে এ অভিযোগ এনে বিক্ষুব্ধ ছাত্ররা ওই রাতেই গাজী মেডিকেল কলেজ হাসপাতাল ভাংচুর চালায়। সে সময় তানভির আহমেদ বাপ্পা নামে এক চিকিৎসককে তারা তুলে নিয়ে যায় বলেও অভিযোগ ওঠে।

বৃহস্পতিবার ভোর ৬টার দিকে পুলিশ ওই চিকিৎসককে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে উদ্ধার করে।

এ ব্যাপারে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মোহাম্মদ ফায়েকউজ্জামান বলেন, “যেহেতু ঘটনাটি বিশ্ববিদ্যালয়ের বাইরে ঘটেছে, সেহেতু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর সঙ্গে সংশ্লিষ্ট নয়।”

তবে বিষয়টি যথাযথ নিস্পত্তি হওয়া উচিত বলে তিনি মনে করেন। অসুস্থ রোগীদের কথা বিবেচনা করে চিকিৎসা কার্যক্রম চালু রাখতে তিনি চিকিৎসকদের প্রতি আহ্বান জানান।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ