মৎস্য সপ্তাহ সবাইকে সচেতন করছে : স্পিকার
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ প্রতিবছর ‘মৎস্য সপ্তাহ পালন’ মৎস্য চাষ সম্পর্কে সকলকে সচেতন করার পাশাপাশি মৎস্য সম্পদের সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতে অনেক অবদান রাখছে বলে উল্লেখ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
‘জাতীয় মৎস্য সপ্তাহ- ২০১৪’ উপলক্ষে রোববার জাতীয় সংসদ ভবন লেকে পোনা মাছ অবমুক্ত করন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়াধীন মৎস্য অধিদফতরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্পিকার বলেন, মৎস্যখাত দেশের অত্যন্ত সম্ভাবনাময় খাত। পরিবারকে স্বাবলম্বী করা, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, পুষ্টি চাহিদা পূরণ, মেধাসম্পন্ন জাতি গঠন, কর্মসংস্থান সৃষ্টি, বৈদেশিক মুদ্রা অর্জন, নারী ক্ষমতায়ন, খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য বিমোচন ও আর্থ-সামাজিক উন্নয়নসহ প্রতিটি ক্ষেত্রে মৎস্যখাত অবদান রেখে চলছে।
তিনি মৎস্য খাতের উন্নয়নে সবাইকে আরো সচেতন ও তৎপর হওয়ার আহবান জানান।
অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া এমপি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হক, জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি, শহীদুজ্জামান সরকার এমপি, হুইপ ইকবালুর রহিম এমপি, সংসদ-সদস্য কাজী রোজী, তালুকদার মো. ইউনুস, গোলাম রাব্বানী এবং সাবেক সংসদ-সদস্য শাহিন মনোয়ারা হক, জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব আশরাফুল মকবুল, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. সেলিনা আফরোজা, মৎস্য অধিদফতরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদসহ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,‘ জাতীয় মৎস্য সপ্তাহ -২০১৪’ এর মূল প্রতিপাদ্য “অন্ন বস্ত্র বাসস্থান, মাছ চাষে সমাধান” এই স্লোগানকে সামনে রেখে সংসদ ভবন লেকে ৩ প্রজাতির ৫৩০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়। এর মধ্যে কাতলা ১৪৬কেজি, রুই ২৩৮ কেজি এবং মৃগেল ১৪ কেজি।