টিআইবিকে ক্ষমা চাইতে হবে: শিক্ষামন্ত্রী
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বেসরকারি বিশ্ববিদ্যালয় সম্পর্কে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশ টিআইবি’র প্রকাশিত তথ্য সত্য নয় উল্লেখ করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, টিআইবিকে মিথ্যা তথ্য প্রকাশের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে। রোববার দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসি, চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষাবিদদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি। শিক্ষমন্ত্রী বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় সম্পর্কে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশ টিআইবি’র প্রকাশিত তথ্য সত্য নয়। তাদের কাছে এই অভিযোগের বিষয়ে সঠিক কোনো তথ্য থাকলে তা প্রকাশ করুক বা আমাদেরকে দিয়ে সহযোগিতা করতে পারে। তা না হলে টিআইবিকে মিথ্যা তথ্য প্রকাশের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে। তিনি বলেন, অনিয়মের অভিযোগে মন্ত্রণালয় ইতোমধ্যে ১৫টি বিশ্ব বিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। যা আদালতে স্থগিতাদেশ দেয়া হয়েছে। আদালতের চূড়ান্ত রায় হলে এসব বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে।