তীব্র সমালোচনার মুখে বিসিবি

 

sakibআনোয়ার আজমী, সিনিয়র রিপোর্টার, এবিসিনিউজবিডি

ঢাকা : শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিশ্ব খ্যাত অল-রাউন্ডর, বাংলাদেশ ক্রিকেট দলের নির্ভরযোগ্য অল রাউন্ডার সাকিব আল হাসানকে ৬ মাসের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে বিসিবি। একই সঙ্গে বর্তমান ক্রিকেট বোর্ডের যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন সাবেক কয়েকজন ক্রিকেটার। সোমবার বিকেলে সাকিবকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুই ধরনের শাস্তি প্রদান করে। এর আগের দিন সাকিব বিসিবি’র নির্দেশে ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফিরে আসেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাকিব আল হাসানকে শাস্তি প্রদানের বিষয়ে জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম গোল্লা প্রাইমনিউজ.কম.বিডিকে বলেন, ‘এই শাস্তি কার সার্থে কাকে দেওয়া হল, তা বুঝতে পারলাম না। সাকিব বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম অল-রাউন্ডার। শৃঙ্খলা ফেরাতে তাকে এমন শাস্তি দিতে হবে, যাতে করে বাংলাদেশ ক্রিকেট দল কোনভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। শাস্তি দৃষ্টান্তমূলক হবে, তবে তার প্রভাব যেন ক্রিকেট দলে না পরে। অথচ বোর্ডের সদস্যরা কারো কারো সাথে থাকা তাদের ক্ষোভ মেটাচ্ছেন শাস্তির নামে।’

বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে বিশেষ ভুমিকা পালন করা বিসিবি’র সাবেক সভাপতি নাম প্রকাশ না করার শর্তে প্রাইমনিউজ.কম.বিডিকে বলেন, ‘এটা বাংলাদেশের ক্রিকেটের স্বার্থ বিরোধী সিদ্ধান্ত। কোন দেশের ক্রিকেট বোর্ড এধরনের সিদ্ধান্ত নিতে পারে না। এতে বর্তমান ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের যোগ্যতা কতটুকু তা ফুটে উঠেছে।’

তিনি প্রশ্ন করে বলেন, সাকিব যে ৬ মাস নিষিদ্ধ থাকবেন, এই ৬ মাসে বাংলাদেশ ক্রিকেট দলের কি বিদেশী কোন দলের সঙ্গে খেলা নেই? যদি থাকে, আর তাতে সাকিব খেলতে না পারলে লাভ কার?। এর উত্তর কি দেবে বিসিবি কর্মকর্তরা।’

 

 

 

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ