খালেদার ইফতারিতে অন্তত ২৫ সম্পাদক অনুপস্থিত !
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গণমাধ্যম সম্পাদকদের সম্মানে রােববার রাজধানীর হোটেল ওয়েস্টিনে ইফতার কর্মসূচির আয়োজন করে। এতে অনলাইন পোর্টাল, রেডিও, টেলিভিশন এবং জাতীয় দৈনিকের বেশ কয়েকজন প্রথম সারির পেশাদার সম্পাদককে দেখা যায়নি। এসব গণমাধ্যম প্রতিষ্ঠানের মধ্যে অনলাইন পত্রিকা বাংলা নিউজ২৪ডটকম, বাংলামেইল২৪ডটকম, জাস্ট নিউজ বিডি ডটকম, ইউএনবি, শীর্ষ নিউজ ডটকম, ব্রেকিং নিউজ ডটকম, প্রাইম নিউজ ডটকম ডটবিডি, নতুন মাত্রা ডটকম, ঢাকা টাইমস টোয়েন্টিফোর ডটকম, আই এন বি, আরটিএনএন, আইপোর্ট নিউজ, পরিবর্তন, এবিসি রেডিও, টেলিভিশনগুলোর মধ্যে মাছ রাঙ্গা টেলিভিশন, গাজী টিভি, মাই টিভি, মোহনা টিভি এবং জাতীয় পত্রিকা গুলোর মধ্যে দৈনিক প্রথম আলো, মানব জমিন, যায় যায় দিন, মানবকন্ঠ, ইত্তেফাক, দ্যা সান, ডেইলি স্টার পত্রিকার সম্পাদকগণ খালেদা জিয়ার ইফতার পার্টিতে যোগ দেন নি। তবে আওয়ামী পন্থী অনেক সাংবাদিককে খালেদা জিয়ার এ আয়োজনে দেখা গেছে। বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে ই- মেইলে পাঠানো ইফতারি অনুষ্ঠানের ছবিতে দেখা গেছে ইফতার অনুষ্ঠানে আগতদের খালেদা জিয়া কুশল বিনিময় করছেন। বেগম খালেদা জিয়ার আয়োজনে অন্তত ২৫জন উপস্থিতি না থাকায় মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। কেউ কেউ মন্তব্য করেছেন বেগম খালেদা জিয়ার ইফতারি অনুষ্ঠানে আওয়ামী পন্থী সাংবাদিকরা সংখ্যাগুরু। গণমাধ্যম সম্পাদকদের সম্মানে বিএনপি চেয়ারপারাসনের ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার পররাষ্ট্র বিষয়ক একজন উপদেষ্টা দৈনিক যায় যায় দিন পত্রিকার সাবেক সম্পাদক শফিক রেহমান। খালেদা জিয়ার অনুষ্ঠানে আওয়ামী পন্থী সাংবাদিকরা সংখ্যাগুরু এবং অনলাইনসহ বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকদের ইফতারি অনুষ্ঠানে কেন দেখা যায়নি। জবাবে শফিক রেহমান এ প্রতিবেদকের কাছে জানতে চান, ‘ কে বাদ পড়েছে ?’ তাকে যখন বলা হলো জাস্ট নিউজ বিডি ডটকমের সম্পাদক মুশফিকুল ফজল আনসারীকে দেখা যায়নি। জবাবে শফিক রেহমান বলেন,‘ মুশফিকুল ফজল আনসারী এখন লন্ডনে রয়েছেন।’ অথচ খোঁজ নিয়ে জানা গেছে জাস্ট নিউজের সম্পাদক এখন ঢাকায় অবস্থান করছেন। নতুন র্বাতার সম্পাদক সরদার ফরিদ আহমেদকে আজকের ইফতার অনুষ্ঠানে দেখা যায়নি। তখন শফিক রেহমান বলেন, ‘ডাকা হয়নি তাই দেখা হয়নি।’ তিনি এ প্রতিবেদককে ধন্যবাদ জানিয়ে বলেন, “ভ্যালিড পয়েন্ট আউট করেছো। প্রমিনেন্ট অনলাইগুলোর তালিকা করে আমাকে দিও। আমি বলে দিবো। তাদের ডাকা উচিত ছিলো।” মাই টিভির হেড অব নিউজ মাহামুদ আল ফয়সাল ব্যক্তিগত কারণে খালেদা জিয়ার ইফতার কর্মসূচিতে যোগদ দেন নি জানিয়ে বলেন,‘সব দাওয়াতে যাওয়া যায় না।’ বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন তার সহকারি প্রেস সচিব ছিলেন মহিউদ্দিন খান মোহন। খালেদা জিয়ার ইফতার অনুষ্ঠানে পেশাদার গণমাধ্যমের বেশ কয়েকজন সম্পাদক না আসার ঘটনায় দু:খ প্রকাশ করেন তিনি। তিনি মোহন বলেন, ‘আমরা যখন দায়িত্ব পালন করেছি, তখন এই ধরণের ঘটনা ঘটেনি। এখন যারা দায়িত্বে রয়েছে তারা কোন দৃষ্টিভঙ্গিতে কাজ করছে তা আমার জানা নেই।’