সাবেক ছাত্রলীগ সভাপতি শামিম গুলিবিদ্ধ: আটক ৪

shamim satrolig শামিম ছাত্রলীগরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ছাত্রলীগ সাবেক সভাপতি ও আওয়াসী লীগের নির্বাহী সদস্য মো. এনামুল হক শামিম এর উপর দুইজন গুলিবর্ষনকারী এবং দুইজন মূল পরিকল্পনাকারীকে আটক করেছেন র্যাব। রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে বলে র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এটিএম হাবিবুর রহমান নিশ্চিত করেন। তিনি জানান, আজ ভোর রাতে র্যাবের একটি বিশেষ দল তাদেরকে আটক করে। আটককৃতদের মধ‌্যে দুইজন গুলিবর্ষন করে এবং দুইজন মূল পরিকল্পনাকারী। এবিষয়ে আজ মঙ্গলবার বেলা ১১টায় উত্তরার র্যাব সদর দফতরে সংবাদ বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি। উল্লেখ্য, গত ১৯ জুন সকাল সাড়ে ৯টার দিকে অফিসের উদ্দেশ্যে তার ব্যক্তিগত গাড়ি নিয়ে বাসা থেকে বের হন। গাড়ির সামনে ড্রাইভারের পাশের সিটে বসা ছিলেন শামীম। গাড়িটি সাতমসজিদ রোডের দিকে যেতে ৯/এ সড়কে পৌছালে একটি মটরসাইকেলে তিনজন দুর্বৃত্ত গাড়ির কাছে যায়। তারা সামনের গ্লাসের কাছে গিয়ে শামীমকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি করে। দুটি গুলি গ্লাস ভেঙ্গে শামীমের বাম হাতে বিদ্ধ হয়। এর মধ্যে একটি গুলি হাত ভেদ করে তার বুকের কাছ দিয়ে যায়। এতে করে বুকে ক্ষতের সৃষ্টি হয়। দুর্বৃত্তরা পালিয়ে যাবার পর গাড়ি চালক ও পথচারিরা শামীমকে প্রথমে বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক ইব্রাহিম খলিলের নেতৃত্বে চার সদস্যের মেডিক্যাল টিম শামীমের শরীরে অস্ত্রপচার করেন। পরে উন্নত চিকিৎসার জন্য বিকেলে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার পরদিন প্রায় ৩৭ ঘন্টা শুক্রবার রাত ১১টার দিকে শামীমের চাচা নাসির উদ্দিন ধানমন্ডি থানায় একটি মামলা (নম্বর-১৭) দায়ের করেন। মামলায় তিন অজ্ঞাত ব্যাক্তিকে আসামী করেছিলেন তিনি।  থানা পুলিশের পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি) মামলার তদন্ত করছিলো। এনামুলক হক শামীম বর্তমানে স্টামফোর্ড ইউনিভার্সিটির পরিচালক। এছাড়া তিনি বিভিন্ন ব্যবসার সাথে জড়িত রয়েছেন। শামীম পরিবার নিয়ে ধানমন্ডি রোড ১০/এ, ৪৬ নম্বর বাড়িতে বসবাস করতেন। শামীমের বাবার নাম আবুল হোশেম। তার গ্রামের বাড়ি শরিয়তপুরের চরভাঙ্গায়। শামীম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিপিও ছিলেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ