ফাহিমার বিরুদ্ধে অবমাননার রুল
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ আদালত অবমাননার অভিযোগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুনের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না- তা জানতে চেয়েছে হাই কোর্ট।
আদালত অবমাননার একটি অভিযোগের শুনানি করে বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন ও বিচারপতি মো. বদরুজ্জামানের বেঞ্চ বুধবার এই রুল জারি করে।
বিবাদীকে তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে আবেদনকারী পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তৌফিক ইনাম। আদেশের পর তিনি সাংবাদিকদের বলেন, ঢাকার ফজলুল হক মহিলা কলেজে তিনজন শিক্ষক নিয়োগ ও এমপিওভুক্তি নিয়ে ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষসহ তিনজন হাই কোর্টে রিট করেন।
“ওই রিটের শুনানি করে গত বছরের অক্টোবরে আদালত ওই তিন শিক্ষককে সরকারি তহবিল থেকে অর্থ না দিতে শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেয়। হাই কোর্টের ওই আদেশের বিরুদ্ধে ফাহিমা আপিল করলেও তা খারিজ হয়ে যায়। এতে হাই কোর্টের আদেশ বাস্তবায়নের বাধ্যবাধকতা তৈরি হলেও তিনি তা পালন করেননি।”
রিটকারীরা এ বিষয়টি আদালতের নজরে আনায় আদালত এই রুল জারি করে বলে জানান তিনি।