৭ ঘণ্টা পর চট্টগ্রামের পথে রেল চালু
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ফৌজদারহাটে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে সাত ঘণ্টা বন্ধ থাকার পর একটি লাইন দিয়ে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রোল যোগাযোগ চালু হয়েছে।
দীর্ঘ সময় লাইন বন্ধ থাকায় চট্টগ্রাম থেকে দুটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। বিলম্বিত হয়েছে আরো বেশ কয়েকটি ট্রেন।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি করার পাশাপাশি ট্রেন চালক ও তার সহকারীকে সাময়িক বরখাস্ত করেছে রেল কর্তৃপক্ষ।
চট্টগ্রাম রেল স্টেশনের ম্যানেজার মো. আবুল কালাম আজাদ জানান, বন্দর থেকে তেল নিয়ে দোহাজারী পিকিং পাওয়ার প্ল্যান্টে যাওয়ার সময় বুধবার সকাল সাড়ে ৬টার দিকে ফৌজদারহাটে দুর্ঘটনায় পড়ে ট্রেনটি।
ট্রেনের ইঞ্জিনসহ তেলবাহী পাঁচটি ট্যাংকার উল্টে পাশাপাশি দুটি লাইন আটকে গেলে ঢাকা-চট্টগ্রাম ও সিলেট-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
ঘটনার পরপরই উদ্ধার কাজ শুরু হলেও তেলের ট্যাংকার সরিয়ে একপাশের লাইন চালু করতে বেলা ১টা বেজে যায়। বেলা সোয়া ১টার দিকে সুবর্ণ এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়ে যায় বলে স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ জানান।
রেলওয়ের পূর্বঞ্চলের প্রধান প্রকৌশলী আবদুল হাই বলেন, “আপাতত আমরা একটি লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু করেছি। উদ্ধার কাজ ও মেরামত শেষে অন্য লাইনটিও চালু করা সম্ভব হবে।”
তিনি জানান, দুর্ঘটনার কারণ তদন্তে চার সদস্যের একটি কমিটি করা হয়েছে। এই কমিটির নেতৃত্ব দেবেন রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা জাকির হোসেন।
এছাড়া দুর্ঘটনাকবলিত ট্রেনটির চালক উত্তম কুমার ভট্টাচার্য ও তার সহকারী বিদার আলীকে দায়িত্বে গাফিলতির অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার এসএম মুরাদ হোসেন জানান।
এদিকে দীর্ঘ সময় লাইন বন্ধ থাকায় চট্টগ্রাম থেকে ঢাকামুখী মহানগর প্রভাতী এবং চাঁদপুরগামী কর্ণফুলী এক্সপ্রেসের যাত্রা বাতিল করে রেল কর্তৃপক্ষ।
চট্টগ্রামের স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ জানান, এ দুটি ট্রেনের যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেয়া হচ্ছে।
স্টেশন ম্যানেজার জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস, চাঁদপুরগামী সাগরিকা, ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসের ছেড়ে যাবার অপেক্ষায় আছে।
অপরদিকে ঢাকা থেকে ছেড়ে আসা আন্ত:নগর তূর্ণা নিশীথা, চিটাগাং মেইল, সিলেট থেকে ছেড়ে আসা উদয়ন ও মহানগর গোধুলী বিভিন্ন স্টেশনে আটকে আছে বলেও জানান তিনি।
ঘটনার পরপরই উদ্ধার কাজ শুরু হয়। এ ঘটনায় গাফিলতির অভিযোগে ট্রেনের চালক ও তার সহকারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ঘটনা তদন্তে পূর্ব রেলের বিভাগী পরিবহন কর্মকর্তা (ডিটিও) জাকির হোসেনকে প্রধান করে চার সদস্যের একটি কমিটিও করেছে কর্তৃপক্ষ।