মিরপুরের ডিসি-ওসিকে তলব
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ রাজধানীর মিরপুরে পোশাককর্মীকে মাইক্রোবাসে তুলে ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে ব্যর্থ হওয়ায় দুই পুলিশ কর্মকর্তাকে তলব করেছে হাই কোর্ট।
এক রিট আবেদনের শুনানি করে বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ এই আদেশ দেয়।
ওই দুই কর্মকর্তা হচ্ছেন, ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের ডিসি ও মিরপুর থানার ওসি। তাদের আগামী ১৫ জুলাই আদালতে আসতে হবে।
ওইদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকেও আসতে বলা হয়েছে। একইদিন ওই নারীর মেডিকেল প্রতিবেদন জমা দিতে বলেছে আদালত।
বর্তমানে ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের ডিসি ইমতিয়াজ আহমেদ ও মিরপুর থানার ওসি মো. সালাহউদ্দিন।
একইসঙ্গে ওই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে প্রশাসনের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না- রুলে তা জানতে চাওয়া হয়েছে।
এছাড়া রাস্তায় নারীদের নিরাপত্তা নিশ্চিতে নীতিমালা প্রণয়নে সংশ্লিষ্টদেরকে কেন নির্দেশ দেয়া হবে না, তাও জানাতে বলা হয়েছে।
দুই সপ্তাহের মধ্যে বিবাদীদেরকে উভয় রুলের জবাব দিতে হবে।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুল হালিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম।
একটি চ্যারিটি ফাউন্ডেশনের পক্ষে গত ৫ জুলাই রিট আবেদনটি দায়ের করা হয়।
সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে রিট আবেদনটি দায়ের করা হয়।
পুলিশকে উদ্বৃত করে ওই প্রতিবেদনে বলা হয়, গত ১ জুলাই রাত ১০টার দিকে দারুস সালাম সড়ক এলাকায় বান্ধবীর বাসা থেকে মধ্য পাইকপাড়ায় নিজের বাসায় ফিরছিলেন ওই তরুণী।
“টেকনিক্যাল মোড়ে দুই যুবক একটি মাইক্রোবাসে ওই তরুণীকে জোর করে তুলে ধর্ষণের পর ভোররাতে তাকে আবার টেকনিক্যাল মোড়ে রেখে যায় বলে ওই তরুণী জানিয়েছেন।”
দুই যুবকের মধ্যে ফরিদ নামে একজনকে ওই তরুণী চিনতে পেরেছেন বলেও জানায় পুলিশ।