খালেদাকে রাজনীতি থেকে বিদায়ের কথা বলেছি : ইনু

hasanul haque inu হাসানুল হক ইনুরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি চেয়াপারসন খালেদা জিয়াকে পৃথিবী থেকে নয়, রাজনীতি থেকে বিদায় করার কথা বলেছেন তিনি।

বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, “আমি প্রকাশ্যে কথাবার্তা বলেছি, খালেদা জিয়াকে হত্যার কথাটা বলিনি।… খালেদা জিয়াকে পৃথিবী থেকে বিদায় দেয়ার কথা বলিনি, রাজনীতি থেকে বিদায় দেয়ার কথা বলেছি।”

ইনু বিএনপি প্রধানকে হত্যার হুমকি দিচ্ছেন বলে দলটির নেতাদের অভিযোগের জবাবে এই সংবাদ সম্মেলনে নিজের অবস্থান তুলে ধরেন মন্ত্রী।

তিনি বলেন, বিএনপি নেতারা ‘মিথ্যাচার, ষড়যন্ত্র, চক্রান্ত, আর প্রতিপক্ষকে হত্যা করে ক্ষমতা দখলে’ পারদর্শী।

“এটা আমি এখনো প্রকাশ্যে বলছি- জামায়াত, হেফাজত, জঙ্গিবাদ এবং যুদ্ধাপরাধীদের পাশে নিয়ে যদি রাজনীতি করেন বাংলার জনগণ আপনাকে (খালেদা জিয়া) রাজনীতি থেকে বিদায় জানাবে।”

খালেদা নিজেই রাজনীতি থেকে নিজেকে ‘মাইনাস’ করার মতো কাজ করছেন মন্তব্য করে ইনু বলেন, “উনার ভুল রাজনীতি, চক্রান্তের রাজনীতি, ষড়যন্ত্রের রাজনীতি এমন জায়গায় পৌঁছেছে, উনি গণতন্ত্রের ক্লাবে থাকার যোগ্যতা হারিয়ে ফেলছেন।”

এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, পত্রিকার ডিক্লারেশন বাতিলের ক্ষমতা ডিসিদের হাতে দেয়ার বিষয়ে কোনো আলোচনা এই মুহুর্তে তথ্য মন্ত্রণালয়ে হচ্ছে না।

“ডিসিরা প্রতিবারই তাদের অভিজ্ঞতার ভিত্তিতে কিছু প্রস্তাব করেন, এবারও তারা প্রস্তাব করেছেন।… বিষয়টি আমরা পরে চিন্তা করে দেখব। এই মুহূর্তে আমরা প্রেস অ্যান্ড পাবলিকেশনস অ্যাক্ট নিয়ে মাথা ঘামাচ্ছি না, কোনো আলোচনা করছি না।”

বৃস্পতিবার ডিসি সম্মেলনে তথ্য মন্ত্রণালয়ের অধিবেশনে ডিসিদের হাতে পত্রিকার ডিক্লারেশন বাতিলের প্রস্তাব নিয়ে আলোচনা হবে বলেও জানান ইনু।

মন্ত্রিসভার পরবর্তী বৈঠকে সম্প্রচার নীতিমালা পাস হতে পারে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, “১৯৭৪ সালের প্রেস এমপ্লোয়ার্স অ্যাক্ট কার্যকরের চেষ্টা করছি। সাংবাদিকদের শ্রমিকের মর্যাদায় নামিয়ে দেয়া হয়েছে, সেখান থেকে তাদের উদ্ধারের চেষ্টা করছি।”

ভারতের সঙ্গে সমুদ্রসীমা মামলার মীমাংসা হওয়ায় ‘উন্নয়নের দরজা’ উন্মুক্ত হবে মন্তব্য করে ইনু বলেন, সরকার এখন সমুদ্র থেকে সম্পদ আরহণের ব্যবস্থা নেবে।

“এর আগে মিয়ানমারের সঙ্গে বিরোধ নিষ্পত্তির সময়ও বিএনপি অভিনন্দন জানায়নি, যা রাজনীতির জন্য নেতিবাচক। আশা করি, তারা ভালো মানসিকতা দেখাবেন, মনগড়া কোনো কথা বলবেন না।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ