শামীমকে হত্যার চেষ্টায় গ্রেপ্তারকৃত ৭ জন রিমান্ডে
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ আওয়ামী লীগ নেতা এ কে এম এনামুল হক শামীমকে হত্যাচেষ্টায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার সাতজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।
বুধবার ঢাকার মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান তাদের পাঁচদিন করে রিমান্ডের আদেশ দেন।
এ সময় তাদের জামিন আবেদন নাকচ করা হয় বলে জানিয়েছেন আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক মহিতুল ইসলাম।
গ্রেপ্তার সাতজন হলেন- মনির হোসেন, মেহেদী হাসান, মো. হারুন, নজরুল ইসলাম জুয়েল, নূরে আলম সিদ্দিকী, রানা হাওলাদার ও নাজিমুল হক মিঠু।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও ছাত্রলীগের সাবেক সভাপতি শামীম গত ১৯ জুন সকালে অফিস যাওয়ার সময় রাজধানীর ধানমণ্ডি এলাকায় হামলার শিকার হন।
মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পল্টনের একটি হোটেলের সামনে থেকে রানাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তার দেয়া তথ্য অনুযায়ী শেরেবাংলা নগর থেকে গ্রেপ্তার করা হয় মিঠুকে। পরে নিউ ইস্কাটনের একটি বাসা থেকে নূরে আলম সিদ্দিকীকে পুলিশ গ্রেপ্তার করে।
ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোমবার রাতে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হারুন, মেহেদী, মনির ও জুয়েলকে গ্রেপ্তার করে র্যাব।