লুমিয়াতে আসছে অ্যান্ড্রয়েড
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ শিগগিরই গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমনির্ভর আরও স্মার্টফোন বাজারে আনবে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। এবারে নকিয়ার জনপ্রিয় লুমিয়া ব্র্যান্ডের স্মার্টফোনেও অ্যান্ড্রয়েড দেখা যাবে।
মাইক্রোসফটের অ্যান্ড্রয়েড স্মার্টফোনের তথ্য প্রকাশ করেছে টুইটার অ্যাকাউন্ট ইভলিকস। ইতিমধ্যে এই অ্যাকাউন্টটি বিভিন্ন স্মার্টফোনের তথ্য আগাম ফাঁস করে জনপ্রিয় হয়েছে। এই অ্যাকাউন্ট থেকে এক টুইটে জানানো হয়েছে, উইন্ডোজের পাশাপাশি অ্যান্ড্রয়েডনির্ভর লুমিয়াও বাজারে আনার পরিকল্পনা করেছে বর্তমানে নকিয়ার মোবাইল বিভাগের মালিক মাইক্রোসফট।
এ বছরের শুরু থেকেই অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোন তৈরিতে কাজ করছে নকিয়া। এর আগে নকিয়া ‘এক্স’, ‘এক্স প্লাস’, ও ‘এক্স এল’ নামের তিনটি অ্যান্ড্রয়েডের বিশেষ কাস্টোমাইজ সংস্করণের মোবাইল ফোন বাজারে এনেছে প্রতিষ্ঠানটি। গত জুন মাসে সফটওয়্যার আরও উন্নত করে নকিয়া এক্স ২ নামে আরও একটি মোবাইল ফোন বাজারে ছেড়েছে মাইক্রোসফট।
দীর্ঘদিন ধরেই অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোন তৈরিতে কাজ করলেও এতদিন লুমিয়া সিরিজের স্মার্টফোনে কেবল উইন্ডোজ ফোন অপারেটিং সিস্টেম ব্যবহার করেছে নকিয়া ও মাইক্রোসফট। সম্প্রতি উইন্ডোজ ফোন অপারেটিং সিস্টেম আপডেট ৮.১ এ মাইক্রোসফটের মোবাইল অপারেটিং সিস্টেম ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের মধ্যেকার পার্থক্য অনেকটাই কমে এসেছে বলে প্রযুক্তিবিশ্লেষকেরা মনে করছেন।
অ্যান্ড্রয়েডনির্ভর লুমিয়ার তথ্য প্রকাশের পাশাপাশি ইভলিকস টুইটার অ্যাকাউন্ট থেকে সারফেস মিনি তৈরির তথ্যও প্রকাশ করা হয়েছে। আগামী গ্রীষ্মে সাড়ে সাত ইঞ্চি মাপের সারফেস মিনি ট্যাবলেট বাজারে আনতে পারে মাইক্রোসফট।