নির্বাহী ম্যাজিষ্ট্রেটদের বিচারিক ক্ষমতা নয়

Anisul Haque আনিসুল হকসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক ডিসিদের জানিয়েছেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেটদের বিচারিক ক্ষমতা দেওয়া হচ্ছে না। তবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার আওতা বাড়নো হবে।
বৃহস্পতিবার জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের শেষ দিনে চতুর্থ সেশনে ডিসিদের সঙ্গে বৈঠক আইনমন্ত্রী সরকারের এসব সিদ্ধন্তের কথা জানিয়েছেন। বৈঠক শেষে বেড়িয়ে যাওয়ার সময় সাংবাদিকেদেরও তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘জেলা প্রশাসক সম্মেলনে আইন মন্ত্রণালয়ের বেশ কিছু দিক নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ন যে বিষয়টি তাদের জানিয়েছি, তা হচ্ছে- নির্বাহী ম্যাজিষ্ট্রেটদের বিচারিক ক্ষমতা দেওয়া হচ্ছে না। তারা বিচারিক ক্ষমতা পাবেন না।’ ভ্রাম্যমাণ আদালত পরিচালনার আওতা বাড়নো হবে বলে জানান তিনি।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ