পর্যটক আকৃষ্ট করতে ডিসিদের তাগিদ
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিদেশী পর্যটকদের আকৃষ্ট করতে স্থানীয়দের মাঝে সচেতনতা সৃষ্টি করতে জেলা প্রশাসকদের তাগিদ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।
বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনের দ্বিতীয় অধিবেশনে তিনি জেলা প্রশাসকদের এ তাগিদ দেন ।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বলেন, স্থানীয়দের মধ্যে পর্যটক সম্পর্কে ইতিবাচক মনোভাব সৃষ্টি করা গেলে পর্যটকের সংখ্যা বাড়বে।
রাশেদ খান মেনন বলেন, জেলা প্রশাসকরা বরিশাল, সৈয়দপুর ও ঈশ্বরদী বিমান বন্দর চালুর প্রস্তাব দিয়েছেন। অভ্যন্তরীণ রুটে বিমানের সংখ্যা বাড়ানো হচ্ছে। এ জন্য দুইটি বিমান সংগ্রহের প্রক্রিয়া রয়েছে।
তিনি বলেন, আগামী ১৬ জুলাই বেসরকারি ইউস বাংলা বিমান অভ্যন্তরীণ রুটে যুক্ত হচ্ছে। এতে আমরা লাভবান হবো।