পর্যটক আকৃষ্ট করতে ডিসিদের তাগিদ

rashed khan menon রাশেদ খান মেননসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিদেশী পর্যটকদের আকৃষ্ট করতে স্থানীয়দের মাঝে সচেতনতা সৃষ্টি করতে জেলা প্রশাসকদের তাগিদ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।
বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনের দ্বিতীয় অধিবেশনে তিনি জেলা প্রশাসকদের এ তাগিদ দেন ।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বলেন, স্থানীয়দের মধ্যে পর্যটক সম্পর্কে ইতিবাচক মনোভাব সৃষ্টি করা গেলে পর্যটকের সংখ্যা বাড়বে।
রাশেদ খান মেনন বলেন, জেলা প্রশাসকরা বরিশাল, সৈয়দপুর ও ঈশ্বরদী বিমান বন্দর চালুর প্রস্তাব দিয়েছেন। অভ্যন্তরীণ রুটে বিমানের সংখ্যা বাড়ানো হচ্ছে। এ জন্য দুইটি বিমান সংগ্রহের প্রক্রিয়া রয়েছে।
তিনি বলেন, আগামী ১৬ জুলাই বেসরকারি ইউস বাংলা বিমান অভ্যন্তরীণ রুটে যুক্ত হচ্ছে। এতে আমরা লাভবান হবো।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ