বিজেএমসিকে হোল্ডিং কোম্পানি নয় : মির্জা আজম

Mirja Ajom মির্জা আজমসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম দেশের শ্রমিকদের স্বার্থ সংরক্ষনের কথা উল্লেখ করে বলেছেন, বাংলাদেশ পাটকল করপোরেশনকে (বিজেএমসি) হোল্ডিং কোম্পানি করার সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না।
বৃহস্পতিবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনের তৃতীয় অধিবেশনে সাংবাদিকদের কাছে তার এ সিদ্ধান্তের কথা জানান।
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বলেন, পাটকলগুলোতে হোল্ডিং কোম্পানি করার বিষয়টি এসেছে অর্থ মন্ত্রণালয়ের শর্তের পরিপ্রেক্ষিতে। আমরা বিষয়টি নিয়ে বিজেএমসির সঙ্গে আলোচনা করেছি।
মির্জা আজম বলেন, বিজেএমসির অধীনে প্রায় ৮২ হাজার শ্রমিক রয়েছে। সরকার এমন কোনো সিদ্ধান্ত নেবে না, যাতে পাট খাত ক্ষতিগ্রস্ত হয় এবং শ্রমিক চাকরি হারান। তিনি বর্তমান বলেন, সরকার ইতিমধ্যে বন্ধ ৪টি পাটকল চালু করেছে।
বিজেএমসি সূত্রে জানা গেছে, ২০১৩-১৪ অর্থবছরে বিজেএমসি প্রায় ৪০০ কোটি টাকা লোকসান গুনেছে। এছাড়া ৭০০ কোটি টাকার পাটজাত সামগ্রী অবিক্রীত রয়েছে। পাট ব্যবসায়ীদের ২৫০ কোটি টাকা এখনো বকেয়া। দুই সপ্তাহ ধরে প্রায় ৭০ হাজার শ্রমিকের বেতন বন্ধ। আর অর্থাভাবে ঈদ বোনাস অনিশ্চিত হয়ে পড়েছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ