বাংলাদেশে হাসপাতাল নির্মানে সিঙ্গাপুরের প্রতি আহবান
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ দেশের চিকিৎসা সেবার উন্নয়নে বাংলাদেশে যৌথভাবে একটি আধুনিক হাসপাতাল নির্মানে সিঙ্গাপুরকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।
বৃহস্পতিবার দুপুরে সিঙ্গাপুরে সেদেশের স্বাস্থ্যমন্ত্রী গ্যান কিম ইয়ং এর সাথে সাক্ষাৎকালে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী এ আহ্বান জানান। সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ে দু’দেশের মন্ত্রী পর্যায়ে প্রায় চল্লিশ মিনিটব্যাপী এই বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী মোহাম্মদ নাসিম বাংলাদেশ থেকে ঔষধ আমদানীর জন্য গ্যান কিম এর কাছে অনুরোধ করে বলেন, বাংলাদেশের ঔষধ শিল্প আজ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন।
তিনি বলেন, বাংলাদেশের ঔষধের মান যেমন উন্নত, তেমনি দামও কম। বাংলাদেশ বিশ্বের প্রায় ৯০টি দেশে ঔষধ রপ্তানী করছে। এখান থেকে ঔষধ নিলে সিঙ্গাপুর ও বাংলাদেশ উভয় দেশই লাভবান হবে। এসময় বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির মহাসচিব আবদুল মুক্তাদির, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারসহ দু’দেশের ঊর্র্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।