মিরপুর থানা থেকেই ৪ মোটরসাইকেল গায়েব !
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ রাজধানীর মিরপুর থানার মালখানা থেকে রহস্যজনকভাবে ৪টি মোটরসাইকেল গায়েব হয়েছে। নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় ঘেরা থানা থেকে কিভাবে মোটরসাইকেল গায়েব হলো তা অনুসন্ধানে নেমেছেন পুলিশ কর্মকর্তারা। তবে এর আগে পুলিশই থানায় একটি মামলা দায়ের করেছে।
মিরপুর মডেল থানার সাব ইন্সপেক্টর নুরুল আফসার জানান, মোটরসাইকেল খোয়া যাওয়া সম্পর্কে সাব ইন্সপেক্টর রাসেল আজ মামলা করেছেন। তিনি বলেছেন, থানা কম্পাউন্ড থেকে ৮-৯ জুলাইয়ের যে কোনো সময় ৪টি মোটরসাইকেল খোয়া গেছে।
মিরপুর অঞ্চলের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তদন্ত চলছে। এরপরই কার্যকর পদক্ষেপ নেয়া হবে।
রাজধানীসহ আরো চার জেলায় অভিযানে উদ্ধার হওয়া ২২৫টি মোটরসাইকেল থেকে রহস্যজনকভাবে ৪টি গায়েব হয়ে গেছে। এ ঘটনা পুলিশ প্রশাসনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
এসআই রাসেল বলেন, গত ৬ থেকে ৮ জুলাই যশোর, মানিকগঞ্জ, সাতীরা এবং ফরিদপুরে অভিযান চালিয়ে ২২৫টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এর মধ্যে ৪টি পাওয়া যাচ্ছে না। বুধবার গণনা করে ওই ৪টি মোটরসাইকেলের কোনো হিসাব না পেয়ে বৃহস্পতিবার ভোরে থানায় মামলা দায়ের করা হয়।
তিনি বলেন, উদ্ধার হওয়া মোটরসাইকেলগুলো একজন এএসআই ও দুজন কনেস্টবলের তত্ত্বাবধানে থানার মালখানাতেই রাখা ছিল। মালখানা এতো বড় নয় বলে মোটরসাইকেলগুলো থানা কম্পাউন্ডে রাখা ছিল। যারা দায়িত্বে ছিলেন তাদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা কিছুই বলতে পারেননি।
এসআই রাসেল আরো জানান, থানার কোজ সার্কিট (সিসি) ক্যমেরাগুলোর রেকর্ড পর্যবেক্ষণ করে দেখা হচ্ছে। খুব শিগগিরই এর ক্লু বের হয়ে আসবে।