বিএসএফ নিয়ে গেছে দুই স্কুলছাত্রকে
কুড়িগ্রাম রিপোর্টার, এবিসি নিউজ ঢাকাঃ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গোড়কমন্ডল সীমান্ত থেকে শনিবার দুই স্কুলছাত্রকে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
এরা হলে ফুলমতি গ্রামের ইসলাম হোসেনের ছেলে মিজানুর রহমান (১৩) এবং আবু হোসেনের ছেলে আল আমিন (১২)।মিজানুর ফুলমতি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণি এবং আমিন একই স্কুলের ৭ম শ্রেণিতে পড়ে।
কুড়িগ্রাম ৪৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জিয়াউর হক খালেদ জানান, ভোরে ভারতের অভ্যন্তরে নোম্যান্স ল্যান্ডে প্রবেশ করলেেএ দুই স্কুলছাত্রকে আটক করে বিএসএফ। তাদের ফেরত আনার চেষ্টা চলছে।
কুড়িগ্রাম ৪৫ বিজিবি ব্যাটালিয়নের শিমুলবাড়ি কোম্পানি কমান্ডার শহিদুজ্জামান বলেন, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে শনিবার সকালে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে দুজনকে ফেরত চাওয়া হয়েছে।
কিন্তু বিএসএফ থেকে কোনো জবাব আসেনি।