ইফতার নিয়েও রাজনীতি করেন খালেদা
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ‘ইফতারের সময় মানুষ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আর বিএনপির চেয়ারপারসন ইফতারের সময় রাজনৈতিক বক্তব্য দেন, ইফতার নিয়ে রাজনীতি করেন। এটা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত।’ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত এক স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার সময় তিনি এ কথা বলেন। কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা প্রয়াত আলোকচিত্রী জহিরুল হক স্মরণে এ সভার আয়োজন করে। খালেদা জিয়া প্রতিদিন ইফতার মাহফিলে রাজনৈতিক বক্তব্য দিয়ে ইফতার ও রোজার পবিত্রতা নষ্ট করছেন বলেও এ সময় মন্তব্য করেন তিনি। তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রীও প্রতিদিন ইফতার মাহফিল করেন। ইফতারের সময় তিনি আলেম দিয়ে দোয়া করান এবং জাতির কল্যাণে নিজেও দোয়া প্রার্থনা করেন। এ সময় আল্লাহর কাছে খালেদা জিয়ার হেদায়েত কামনা করেন কামরুল। সমুদ্রসীমা প্রসঙ্গে কামরুল বলেন, সমুদ্রসীমা নিয়ে অনেক আগের বিরোধপূর্ণ একটি বিষয়ের মীমাংসা হয়েছে। এখানে জয়-পরাজয় বড় বিষয় নয়। এ রায়ে আমাদের অধিকার প্রতিষ্ঠা হয়েছে। এ নিয়ে বিএনপি যেভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে বলার ভাষা খুঁজে পাই না। তাদের হীনমন্যতা দেখে সমালোচনা করতেও লজ্জা হয়! আয়োজক সংগঠনের সভাপতি শিরীন আক্তার মঞ্জুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, উপদেষ্টা জিএম আতিক প্রমুখ বক্তব্য রাখেন।