পুলিশ-চরমপন্থী বন্দুকযুদ্ধে নিহত ২
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঝিনাইদহঃ জেলার হরিণাকুণ্ড ও কোটচাঁদপুর উপজেলায় পুলিশের সঙ্গে পৃথক দু’টি ‘বন্দুকযুদ্ধে’ দু’জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন চার পুলিশ। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। ঝিনাইদহ পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, নিহতরা হলেন- কোটচাঁদপুর উপজেলার শ্রীরামপুর গ্রামের নূর ইসলাম মণ্ডলের ছেলে আব্দুর রশিদ (৩০) ও একই উপজেলার হযরত আলী (৩৫) । তিনি জানান, রাত ২টার দিকে হরিণাকুণ্ড উপজেলার রিশখালী গ্রামের আমতলা দিয়ে টহল পুলিশ যাচ্ছিলেন। এ সময় চরমপন্থীরা পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ে। তখন পুলিশও পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। এতে চরমপন্থী দলের সদস্য হযরত আলী নিহত হন। এ সময় ঘটনাস্থল থেকে একটি এলজি, তিন রাউন্ড গুলি ও ছয়টি বোমা উদ্ধার করা হয়। এ সময় শফিক ও শরিফ নামের দুই পুলিশ কনস্টেবল আহত হন। ওসি জানান, এ ঘটনার পর ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার চাতর গ্রামের মাঠে একদল চরমপন্থী গোপন বৈঠক করছেন- এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চরমপন্থীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় আব্দুর রশিদ নামের বিপ্লবী কমিউনিস্ট পার্টির এক সদস্য গুলিবিদ্ধ হন। তখন রশিদকে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। বন্দুকযুদ্ধের সময় পুলিশের এএসআই নাজমুল ও কনস্টেবল ফিরোজ আহমেদ আহত হন। ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে দাবি করেন ওসি।