আন্তর্জাতিক চাপ অগ্রাহ্য ইসরায়েলের

Gaza গাজাআন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেছেন, কোন আন্তর্জাতিক চাপই ইসরায়েলকে, তার ভাষায়, ‘গাজায় সন্ত্রাস বন্ধে’ সর্বশক্তি নিয়োগে বাধা দিতে পারবেনা। মি নেতানিয়াহু বলেন, গাজা থেকে রকেট নিক্ষেপ বন্ধ না হলে ইসরায়েল সেখানে আকাশপথে হামলা বাড়াবে। তার এই বক্তব্য দান কালেও আরও বহু রকেট হামলা অব্যাহত রাখা হয়। গত চার দিনে গাজায় মৃতের সংখ্যা কমপক্ষে ১০৫ এ দাঁড়িয়েছে যাদের মধ্যে অধিকাংশই বেসামরিক নাগরিক ও শিশু। মি নেতানিয়াহু বলেন, মঙ্গলবার থেকে শুরু করে এ যাবত ইসরায়েলি সামরিক বাহিনী ১০০০ লক্ষ্যবস্তুতে হামলা করেছে এবং ২০১২ সালে যে শক্তি তারা ব্যয় করেছেন তার দ্বিগুণ শক্তি এবারে কাজে লাগাচ্ছেন। ওদিকে গাজা থেকে জঙ্গিরা ইসরায়েল রকেট হামলা অব্যাহত রেখেছে এবং এর ফলে ক্ষয়ক্ষতি সহ লোকজন আহত হবার খবর পাওয়া গেছে। মি নেতানিয়াহু বলেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মেয়ার্কেলের সাথে তার ইতিবাচক টেলিফোন আলাপ হয়েছে তবে কোন আন্তর্জাতিক চাপই তাকে সর্বশক্তি নিয়োগে ঠেকাতে পারবেনা। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হেজেল বলেছেন মধ্যপ্রাচ্যে বৈরিতা বন্ধে মার্কিন যুক্তরাষ্ট্র যা করতে চেষ্টা করতে পারে তা ই করছে। মি হেজেল বলেছেন, আমরা যা যা করতে পারি তার সবই করতে চাই যাতে করে যা ঘটছে তা বন্ধ হয়, সব পক্ষ যাতে পরিস্থিতির আর অবনতি না ঘটায় এবং পরিস্থিতি যাতে আয়ত্তের বাইরে চলে না যায়। তিনি বলেন, আমরা ইসরায়েলিদের সাথে এ বিষয়ে যোগাযোগ রাখছি। এই প্রচেষ্টায় সহযোগিতায় তৃতীয় কোন পক্ষের যে সম্ভাবনা রয়েছে তাও আমরা খতিয়ে দেখছি। ওদিকে বৈরুত থেকে হামাসের প্রতিনিধি ওসামা হামদান বলেছেন ইতোপূর্বে বহু ইসরায়েলি প্রধানমন্ত্রী এমন হুমকি দিয়েছেন বটে তবে তা সফল হয়নি।গাজা থেকে যদি ইসরায়েলি বাহিনী পিছু না হটে তাহলে সামনে এগোবার আর কোন পথ থাকবে না। তিনি বলেছেন, আমি বিশ্বাস করি দখল না ছাড়লে পরিস্থিতি একই রকম থাকবে। প্রতিবারই ইসরায়েলিরা মনে করে তারা ফিলিস্তিনিদের ওপর হামলা করে তাদের হত্যা করে প্রতিরোধ ভেঙ্গে যুদ্ধবিরতিতে যাবে। ওলমুদ, এহুদ বারাক, শ্যারনের পথ ধরে নেতানিয়াহুও একই কথা বলছেন। তবে তিনি শান্তি প্রক্রিয়া বিনষ্ট করেছেন এবং দুই রাষ্ট্রের সম্ভাবনা বিনষ্ট করেছেন। অপরদিকে, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার নাভি পিল্লাই হুশিয়ারি দিয়ে বলেছেন ইসরায়েলের সামরিক হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হতে পারে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে প্রায় সাড়ে সাতশ ফিলিস্তিনি যাদের বেশির ভাগই বেসামরিক নাগরিক ইসরায়েলের হামলায় আহত হয়েছে। ইসরায়েল বলছে মঙ্গলবার থেকে শুরু হওয়া তাদের এই ‘অপারেশন প্রটেকটিভ এডজ’ এ ‘কয়েক ডজন সন্ত্রাসী’ নিহত হয়েছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ