আর্জেন্টিনার জরিমানা
স্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ দলের খেলোয়াড়দের কোনো রকম চাপের মুখে ফেলতে চাননি আর্জেন্টিনার কোচ আলেসান্দ্রো সাবেয়া। ম্যাচের আগে সংবাদিক সম্মেলনগুলোতে এসেছিলেন একা একাই। কিন্তু সাংবাদিকদের হাত থেকে শিষ্যদের আগলে রাখতে পারলেও ফিফার জরিমানা থেকে রেহাই মিলছে না আর্জেন্টিনার৷ ম্যাচের আগে সংবাদিক সম্মেলনে কোনো খেলোয়াড়কে না আনায় আর্জেন্টিনার ফুটবল সংস্থাকে ৩ লক্ষ ৩৬ হাজার ডলার জরিমানা করেছে ফিফা। ফিফার নিয়ম অনুযায়ী, বিশ্বকাপের প্রতিটি ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কোচের সঙ্গে অন্তত একজন খেলোয়াড়ের উপস্থিত থাকা বাধ্যতামূলক। ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার এটাই নিয়ম৷কিন্তু নাইজেরিয়া, সুইজারল্যান্ড, বেলজিয়াম ও নেদারল্যান্ডসের বিপক্ষে সেমিফাইনালের আগে একাই সংবাদিক সম্মেলনে এসেছিলেন সাবেয়া৷ কোনো খেলোয়াড়কে না আনায় এবার আর্জেন্টিনাকে জরিমানা করেছে ফিফা। তবে এই জরিমানার খবর হয়তো খুব বেশি গায়ে মাখবে না আর্জেন্টিনা ৷ ২৪ বছর পরে ফাইনালে উঠেছে তারা ৷ আপাতত ফাইনালের প্রস্তুতিতে ব্যস্ত তারা ৷