এবার আলোচনায় বসছে দুই কোরিয়া
আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে রোববার আনুষ্ঠানিক আলোচনা শুরু হতে যাচ্ছে, যাকে প্রবল প্রতিপক্ষ দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কোন্নয়নের ইঙ্গিত হিসেবে বিবেচনা করা হচ্ছে।
শত্রুতামূলক মনোভাব কমিয়ে আনার লক্ষ্মণ হিসেবে আগের দিন দক্ষিণের সঙ্গে পুনরায় হটলাইন চালু করে উত্তর কোরিয়া।
রোববারের বৈঠকে দুই কোরিয়ার যৌথ উদ্যোগে পরিচালিক কায়েসং শিল্পাঞ্চলে পুনরায় কার্যক্রম চালুসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। আর বৈঠক ফলপ্রসু হলে আগামী সপ্তাহে দুই কোরিয়ার মন্ত্রী পর্যায়ের বৈঠকে হবে।
গত এপ্রিলের শুরুতে কায়েসং শিল্পাঞ্চল থেকে নিজেদের ৫৩ হাজার কর্মী প্রত্যাহার করে নেয় উত্তর কোরিয়া। সেখানে সব ধরনের কর্যক্রমও স্থগিত করে তারা। এরপর মে মাসের শুরুরদিকে ওই শিল্পাঞ্চল থেকে নিজেদের কর্মী সরিয়ে নেয় দক্ষিণ কোরিয়া।
২০১১ সালের ফেব্রুয়ারির পর থেকে দুই কোরিয়ার মধ্যে কোনো ধরনের আলোচনা হয়নি। সম্প্রতি দক্ষিণের পক্ষ থেকে আলোচনা শুরুর প্রস্তাব আসার দুই দিন পর শনিবার তাতে সাড়া দেয় পিয়ংইয়ং।