যানজট নিরসনে কাজ করবে ১৬টি মোবাইল টিম
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, আসন্ন ঈদ-উল-ফিতর ও বর্ষাকালে যানজট নিরসনে এবং মহাসড়কে সব ধরনের দুর্ভোগ এড়াতে ১৬টি মোবাইল টিম সার্বক্ষণিক কাজ করবে। এছাড়া যানজট এড়াতে মহাসড়কের আশপাশে অবৈধ স্থাপনাগুলো দ্রুত উচ্ছেদ করা হবে।
শনিবার বেলা পৌণে ১২টায় কুমিল্লার পদুয়ার বাজার রেলওয়ে ওভারপাস এলাকায় মহাসড়কের সংস্কার কাজ পরিদর্শনে এসে মন্ত্রী এসব কথা বলেন। এসময় মন্ত্রী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজারে মহাসড়কের চার লেন প্রকল্পের অধীনে প্রায় আড়াইশ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন উড়াল সেতুর কাজের অগ্রগতির খোঁজ খবর নেন।
মন্ত্রী বলেন, নির্মাণাধীন ৩৪৪ মিটার দৈর্ঘ্য পদুয়ার বাজার রেল ক্রসিং উড়াল সেতুটি নির্মাণ সম্পন্ন হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট অনেকাংশে কমবে বলে আশা করা হচ্ছে। তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেন প্রকল্পের কুমিল্লা অংশের পদুয়ার বাজার, মস্তাপুর, রাজাপুরা, সুয়াগাজি ও লালবাগে ৯ কোটি ৫০ লাখ ব্যয়ে আরও পাঁচটি সড়ক সেতুর নির্মাণ কাজ চলছে। এসময় মন্ত্রীর সঙ্গে কুমিল্লার পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, হাইওয়ে পূর্বাঞ্চলীয় পুলিশ সুপার রেজাউল করিমসহ মহাসড়কে চার লেন প্রকল্পের কর্মকর্তা ও সড়ক ও জনপথের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।