শতাধিক বাড়িঘর যমুনায় বিলীন

Jomuna Breking যমুনা ভাঙ্গনরিপোর্টার, এবিসি নিউজ বিডি, টাঙ্গাইলঃ যমুনা নদীর ভাঙনের কবলে পড়ে টাঙ্গাইলের নাগরপুরে শতাধিক বসত-বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গছে। যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার ভাড়রা ইউনিয়নের চরাঞ্চলের তিন গ্রামে নতুন করে এ ভাঙন দেখা দিয়েছে। স্থানীয়রা জানায়, যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় সৃষ্ট ভাঙনে হুমকির মুখে পড়েছে উপজেলার পাঁচ শতাধিক পরিবার। ভাঙনের শিকার হয়ে নদীতে তলিয়ে গেছে দুটি মসজিদ ও একটি কবরস্থানসহ কমপক্ষে দুইশ একর ধানি জমি। এছাড়া চারটি বাগান ও বাঁশ ঝাড়েরও ব্যাপক ক্ষতি হয়েছে। ইতোমধ্যে প্রায় শতাধিক পরিবারের বসত ভিটা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। গৃহহীন এসব পরিবার খোলা আকাশের নিচে মানবেতর জীবন জাপন করছে। গত এক সপ্তাহে যমুনা নদীর তীরবর্তী চার কিলোমিটার এলাকাজুড়ে নতুন করে দেখা দিয়েছে তীব্র ভাঙন। বর্তমানে ওই নদীর পুর্বপার নাগরপুর উপজেলার ভাড়রা ইউনিয়নের আটাপাড়া, মারমা ও ধলাই গ্রামের বিস্তীর্ণ এলাকায় ভাঙনের তীব্রতা ভয়াবহ রুপ নিয়েছে। সরেজমিনে ভাঙন কবলিত এলাকা আটাপাড়া গ্রামে গিয়ে দেখা গেছে ভাঙনের শিকার ওই গ্রামের বৃদ্ধা রংবাহার, আইয়ুব আলী সিদ্দিক, সালাম, সামাদ, ছরোয়ার সন্তোষ, তমেজ, বাবু ও ফরিদসহ শতাধিক পরিবার খোলা আকাশের নিচে মানবেতর জীবন জাপন করছে। এখনও ভাঙন কবলিত এলাকায় ত্রাণ পৌছায়নি। ভাঙনের শিকার মারমা, ধলাই ও আটাপাড়া গ্রাম দুর্গত এলাকা ঘোষণার দাবি জানিছে ক্ষতিগ্রস্তরা।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ