ট্রাফিক আইন মেনে চলা উচিত : বেনজির
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ নগরবাসীদের ট্রাফিক আইন মেনে চলা উচিত। যারা নগরে থাকেন তাদের নগর সংস্কৃতি সম্পর্কে অবশ্যই জানা উচিত বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজির আহমেদ। ডিএমপি কমিশনার রোববার দুপুরে বনানী একসেলেটরযুক্ত অত্যাধুনিক ফুট ওভার ব্রিজের ব্যবহারে পথচারীদের উদ্বুদ্ধকরণ কর্মসূচিতে অংশ নিয়ে নাগরিকদের উদ্দেশে এসব কথা বলেন। কমিশনার বলেন, আমরা লক্ষ্য করছি ওভারব্রিজ থাকা সত্তেও নাগরিকরা এগুলো ব্যবহার করছে না। এ ধরনের জনসচেতনতামূলক উদ্যোগের পর যারা ফুটওভার ব্রিজ ব্যবহার করবেন না তাদের জন্য ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন, প্রতিটি গাড়ি চালক, পথচারী ও মোটরসাইকেল চালকদের আইনকানুন মেনে সড়কে গাড়ি চালাতে হবে। রাস্তায় নাগরিকদের চলাচলের নিরাপত্তা সুনিশ্চিত করতে ট্রাফিক আইন আরো উন্নত করা হচ্ছে, আশা করি পথচারীরা আমাদের সহযোগিতা করবে। ডিএমপি ও মেন্টোস ক্যান্ডি’র যৌথ আয়োজনে নিরাপদ সড়কের সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, সৈয়দ আবুল মকসুদ, অভিনেতা মনির খান শিমুল, অতিরিক্ত কমিশনার মিলি বিশ্বাস, জয়েন্ট কমিশনার(ট্রাফিক) মোসলে উদ্দিন আহমেদ, ট্রাফিক (উত্তর) এর উপ পুলিশ কমিশনার মোহম্মাদ শাহ আবিদ হোসেন এসময় উপস্থিত ছিলেন।