আবাসিক ভবন হেলে পড়েছে চট্টগ্রামে

KohBuilctgচট্টগ্রাম রিপোর্টার, এবিসি নিউজ বিডি, চট্টগ্রামঃ চট্টগ্রামে একটি ছয় তলা আবাসিক ভবন হেলে পড়ায় তা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

বন্দরনগরীর পাঁচলাইশ থানার শ্যামলী আবাসিক এলাকার কোহিনূর ম্যানশন নামে ওই ভবনে থাকা ১২টি পরিবারকে শনিবার বিকালে সরিয়েও দেয়া হয়েছে।

সকালে ভবনটি হেলে পড়ার পর এই পদক্ষেপ নেয় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।

সংস্থার উপপ্রধান নগর পরিকল্পনাবিদ সারোয়ার উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, ভবনটি উত্তর পাশে কিছুটা কাত হয়ে গেছে। এতে ঝুঁকিপূর্ণ হওয়ায় ভবনটি সিলগালা করা হয়েছে।

কোহিনূর ম্যানশনের ছয়তলার বাসিন্দা ও চট্টগ্রামের রাউজান থানার এসআই নূর নবীদিএবিসি নিউজ বিডিকে জানান, সকালে তারা টের পান যে ভবনটি হেলে পড়েছে।

দুপুর থেকে ভবনের বাসিন্দাদের ঘরের বিভিন্ন মালামাল নিয়ে সরে পড়তে দেখা যায়।

হেলে পড়া এই ভবনের মালিক মাহবুবুল আলম বিদেশে রয়েছেন বলে এর নকশা বা নথিপত্র এখনো হাতে পাননি সিডিএ’র প্রকৌশলীরা।

সারোয়ার বলেন, আপাতদৃষ্টিতে ভবনটিতে কোনো ধরনের ফাটল দেখা না গেলেও এর নকশায় কোনো ত্রুটি থাকতে পারে।

তিনি জানান, ভবন মালিক রোববার দেশে ফিরবেন। তখন তারা নকশাসহ যাবতীয় বিষয়গুলো খতিয়ে দেখবেন।

সিডিএ’র নির্বাহী হাকিম আশরাফুল আমীন বলেন, ভবনটি হেলে ওপরের অংশটি পাশের ভবনের প্রায় দেড় ফুট ভিতরে চলে গেছে। এ জন্য দুই ভবনের লোকজনই ঝুঁকিতে আছে।

পাশের এবিসি হাউস নামে যে পাঁচতলা ভবন রয়েছে, তার বাসিন্দাদেরও সরে যেতে বলেছেন সিডিএ কর্মকর্তারা।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ