মিরপুর থানা হেফাজতে যুবকের মৃত্যু
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ রাজধানীর মিরপুর থানা হেফাজতে মাহবুবুর রহমান সুজন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার সকালে তার মৃত্যু হয়। এবং দুপুরে মৃতদেহের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। শাহআলী থানার এসআই ইমানুর রহমান জানান, সুজন শাহআলী থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। মিরপুর থানার এসআই জাহিদুর রহমান রোববার ভোরে তাকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে দুটি ম্যাগজিনসহ দশ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তিনি বলেন, সুজন হৃদরোগে আক্রান্ত ছিল। তাই হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। নিহতের বাবার নাম মেহের আলী শিকদার। সে মিরপুর শাহআলীর ৯ নং রোডের ১ নং সেকশনের ১৬ নম্বর বাড়িতে ভাড়া থাকত।