স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা


hotta হত্যা
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, পাবনাঃ পাবনার ফরিদপুর উপজেলার ডেমরা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত স্কুলছাত্র সজীব হোসেন (১৬) উপজেলার রতনপুর গ্রামের আফাজ আলীর ছেলে। পুলিশ রোববার বেলা সাড়ে ১১টার দিকে রতনপুর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের নিচ থেকে ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে। ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম পরিবারের বরাত দিয়ে বলেন, শনিবার সন্ধ্যা রাতে সজীবকে বাড়ি থেকে কে বা কারা খেলা দেখার কথা বলে ডেকে নিয়ে যায়। এরপর রাতে সে আর বাড়ি ফেরেনি। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় লোকজন রতনপুর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের নিচে একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে প্রথমে থানায় নিয়ে যায়। এ সংবাদ এলাকায় ছড়িয়ে পরলে সজীবের পরিবারের লোকজন লাশটি শনাক্ত করেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ