আজহারুলের সাফাই সাক্ষ্য ৩ আগস্ট
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের পক্ষে সাফাই সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৩ আগস্ট তারিখ ধার্য করেছেন ট্রাইব্যুনাল। রোববার আসামিপক্ষের করা এক আবেদনের শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দিয়েছেন। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শিশির মো. মুনির ট্রাইব্যুনালের কাছে আবেদন করে সময় প্রার্থনা করেন। একই সঙ্গে তিনি সাফাই সাক্ষীর জন্য যে চারজন সাক্ষী ট্রাইব্যুনাল নির্ধারণ করে দিয়েছেন এর মধ্য থেকে একজন সাক্ষীকে সাক্ষ্য দেয়ার অনুমতি প্রার্থনা করেন। ট্রাইব্যুনাল এ আবেদন মঞ্জুর করে আদেশ দেন। এর ফলে এটিএম আজহারের পক্ষে একজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হবে। এটিএম আজহারের বিরুদ্ধে গত বছর ২৬ ডিসেম্বর থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এর আগে তার বিরুদ্ধে গত বছর ১২ নভেম্বর ৬টি অভিযোগের ভিত্তিতে অভিযোগ গঠন করা হয়। তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে সংঘটিত ৯ ধরনের মানবতাবিরোধী অপরাধে ছয়টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে সুপিরিয়র রেসপনসিবিলিটির (ঊর্ধ্বতন নেতৃত্বের দায়) রয়েছে। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এ মামলায় ট্রাইব্যুনালের আদেশে রাজধানীর মগবাজারস্থ নিজ বাসা থেকে ২০১২ সালের ২২ আগস্ট আজহারকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।