বিশ্বকাপের সমাপনীতে শাকিরার ‘লা লা লা’

Shakira শাকিরাস্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ সাম্বার দেশে আজ পর্দা নামছে ‘গ্রেটেস্ট শো অন দা আর্থ’ খ্যাত বিশ্বকাপ ফুটবল। ব্রাজিল বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে ফুটবল পাগল সুপারস্টার শাকিরা তার গাওয়া লা লা লা গানের সঙ্গে পারফর্ম করবেন। বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা-জার্মানি মহারণ শুরুর দেড় ঘণ্টা আগে বাংলাদেশ সময় রোববার রাত ১১টা ২০ মিনিটে রিও ডি জেনিরোতে শুরু হবে সমাপনী অনুষ্ঠান। ‘ওয়াকা ওয়াকা’ খ্যাত শাকিরার সঙ্গে গিটারে ঝড় তুলবেন মেক্সিকোর তারকা গিটারিস্ট কার্লোস সান্তানা। আর সাম্বার তালে গলা মেলাতে থাকছেন ব্রাজিলীয় শিল্পী ইভেতে সাঙ্গালো। শাকিরার এটি হবে বিশ্বকাপের সমাপনীতে হ্যাট্রিক পারফরমেন্স। কারণ তিনি ২০০৬ ও ২০১০ সালের বিশ্বকাপ সমাপনীতেও পারফর্ম করেন। কলম্বিয়ান এই পপ সুপারস্টারের স্বামী স্প্যানিশ ফুটবল তারকা জেরার্ড পিকে। ব্রাজিলিয়ান তারকা ইভেতে সাঙ্গালোর গানের সাথে সাম্বা পরিবেশন করবে রিও ডি জেনিরোর বিখ্যাত সাম্বা স্কুল ‘অ্যাকাদেমিকোস দো গ্রান্দে রিও’। সমাপনীতে শাকিরা ব্রাজিল বিশ্বকাপ নিয়ে তার ‘লা লা লা’ গানটি পরিবেশন করবেন। অনুষ্ঠান শুরুর আগে নিজের টুইটার অ্যাকাউন্টে শাকিরা বলেছেন, ‘আমি খুবই শিহরিত।’ বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে শাকিরা-সান্তানা ছাড়াও থাকছে হাইতির হিপ-হপ তারকা উইক্লেফ জ্যাঁ এবং ব্রাজিলের আলেক্সান্ডার পার্সের গান। বিশ্বকাপের এবারের  থিম সং ‘উই আর ওয়ান (ওলে ওলা)’, যাতে অংশ নিয়েছেন পিটবুল, জেনিফার লোপেজ এবং ক্লডিয়া লিটি, এর চেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে শাকিরার লা লা লা। বিলবোর্ডের ওয়েবসাইটে বলা হয়েছে,  লা লা লা বিলবোর্ড হট ১০০ তালিকায় বর্তমানে ৫৩ নাম্বারে অবস্থান করছে। ‘ওলে ওলা’ মাত্র তিন সপ্তাহ এই তালিকায় থাকার পর তালিকার বাইরে চলে যায়।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ